Diljit Dosanjh: 'পাকিস্তানের নয়, ভারতের টাকাই ডুবল', 'সর্দারজী ৩' বিতর্কে ইমতিয়াজ আলী পাশে দাঁড়ালেন দিলজিতের
Imtiaz Ali on Diljit Dosanjh: 'আমি দিলজিৎকে চিনি, তাই আমি বলতে পারি যে তাঁর মধ্যে দেশপ্রেমের অনুভূতি পরিপূর্ণ', দিলজিৎ প্রসঙ্গে ইমতিয়াজ

কলকাতা: জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)-এর আগামী ছবি 'সর্দারজি-৩' (Sardar Ji 3) নিয়ে বলিউডে বিতর্ক তুঙ্গে। কেউ কেউ দাঁড়িয়েছেন গায়ক অভিনেতার পাশে। আবার কেউ কেউ দাঁড়িয়েছেন তাঁর বিপক্ষেও। বিতর্কের শুরু এই ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের কাজ করা নিয়ে। হানিয়া আমির পাকিস্তানি অভিনেত্রী। পহেলগাঁও-এর ঘটনা হওয়ার পর থেকে হানিয়া আমির ভারতে নিষিদ্ধ। এমন একজন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার 'দেশদ্রোহী'-র তকমা পেয়েছেন দিলজিৎ। আর এবার পরিচালক ইমতিয়াজ আলী দিলজিতের সমর্থন করেছেন।
দিলজিৎ দোসাঞ্জের পাশে দাঁড়ালেন ইমতিয়াজ আলী
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে ইমতিয়াজ আলী দিলজিৎ দোসাঞ্জের পক্ষ নিয়ে বলেন, 'আমি এ বিষয়ে বেশি কিছু বলব না, তবে আমি দিলজিৎকে চিনি, তাই আমি বলতে পারি যে তাঁর মধ্যে দেশপ্রেমের অনুভূতি পরিপূর্ণ। তিনি মাটির মানুষ। আপনি তাঁর সমস্ত সঙ্গীত অনুষ্ঠানে দেখতে পারেন, তিনি সবসময় ভারতীয় পতাকা সঙ্গে নিয়ে আসেন।'
View this post on Instagram
দিলজিতের প্রশংসায় ইমতিয়াজ আলী কী বললেন?
চলচ্চিত্র নির্মাতা আরও বলেন, 'তিনি একজন ভাল মানুষ এবং কখনও কোনও নকল কাজ করেন না। তিনি একজন খাঁটি দেশপ্রেমিক। তাই তিনি তাঁর অনুষ্ঠানে জাতীয় পতাকার সঙ্গে বলেন যে আমি পঞ্জাব থেকে এসেছি। তিনি একজন ভালো মানুষ। একদম ভুয়ো নন।' এরপরেও ইমতিয়াজ বলেন, 'এখন বেচারা কী করবে। এই ছবির শুটিং তো আগেই হয়ে গিয়েছিল। তাঁর তো জানা ছিল না যে ভবিষ্যতে এমনটা হবে। এতে তো কোনও পাকিস্তানি মানুষের টাকা ডুববে না। টাকা তো ভারতেরই ডুববে। তাহলে লাভ কী?'
View this post on Instagram
'বর্ডার ২' থেকে বাদ দিলজিৎ?
'সর্দারজী ৩'-এর বিতর্কের মধ্যে দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে আরও একটি বড় খবর আসছে। শোনা যাচ্ছে, অভিনেতা সানি দেওলের ছবি 'বর্ডার ২' থেকেও বাদ পড়েছেন। যদিও, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।






















