India's richest film producer: সম্পত্তির মূল্য় ১৯০০০ কোটি টাকা, এই ব্য়াক্তিই ভারতের সবচেয়ে ধনী প্রযোজক
Richest film producer: মুকেশ আম্বানির থেকেও বেশি বেতন নিতেন এই প্রযোজক।
![India's richest film producer: সম্পত্তির মূল্য় ১৯০০০ কোটি টাকা, এই ব্য়াক্তিই ভারতের সবচেয়ে ধনী প্রযোজক India's richest film producer is also highest-paid CEO, worth Rs 19000 crore India's richest film producer: সম্পত্তির মূল্য় ১৯০০০ কোটি টাকা, এই ব্য়াক্তিই ভারতের সবচেয়ে ধনী প্রযোজক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/09/c9e7cc0bddfce12ef979e19f5d67094f169426051233447_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রজনীকান্তের 'জেলার' (Jailer) এই বছরের অন্য়তম হিট ছবি। তামিল এই অ্যাকশন থ্রিলারটি বিশ্বব্য়াপী ৬৫০ কোটি টাকারও বেশি ব্য়বসা করে ফেলেছে ইতিমধ্য়েই। ফলে হিট তামিল ছবির মধ্য়ে যে এটি অন্য়তম একথা বলাই যায়। ছবির সাফল্য়ের পর প্রযোজক রজনীকান্তকে ১.২৫ কোটির একটি বিএমডাব্লু গাড়ি উপহার দেন। কে এক প্রযোজক? জানেন কি এই প্রযোজক ভারতের সবথেকে ধনী প্রযোজক?
কথা বলছি প্রযোজক কালনিথি মারানের (Kalanithi Maran)। যিনি সান পিকচার্স ও সান টিভির মালিক। তিনিই ভারতের সবচেয়ে ধনী চলচ্চিত্র প্রযোজক। ২০২২ সালে ফোর্বসের সমীক্ষা অনুযায়ী $২ বিলিয়নেরও বেশি টাকার মালিক তিনি। কয়েক মাস পরই তাঁর সম্পত্তির সংখ্য়া $২.৩(১৯০০০ কোটি)তে পৌঁছে যায়। অনেকেই হয়তো মনে করেন সবথেকে ধনী তারকাদের তালিকায় আছেন রনি স্ক্রুওয়ালা, সাজিদ নাদিয়াদওয়ালা, আদিত্য চোপড়া এবং করণ জোহরের মতো প্রযোজকরা। তবে এই তালিকার শীর্ষে আছেন কালনিথি মারানে।
আরও পড়ুন...
একটি রিপোর্ট অনুযায়ী, কালনিথি মারান এবং তাঁর স্ত্রী কাবেরি ২০১২ থেকে ২০২১ সাল, অর্থাৎ দশ বছরে ১৫০০ কোটি টাকা বেতন নিয়েছিলেন।
ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের তথ্য় অনুযায়ী, যে ২০১২-২১ সালে কালানিথির বেতন ৮৭.৫০ কোটি টাকা ছিল।
উল্লেখ্য়, ২০১৯ সাল পর্যন্ত মুকেশ আম্বানিও ১৫ কোটি টাকা বেতন নিতেন। পরে করোনা আসার পর এই পরিস্থিতির পরিবর্তন ঘটে।
কালনিথি মারানের আগে রনি স্ক্রুওয়ালা ভারতের সবচেয়ে ধনী চলচ্চিত্র প্রযোজকের খেতাব অর্জন করেছিলেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২৮০০ কোটি টাকা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে যশ রাজ ফিল্মস-এর আদিত্য চোপড়া। যাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৫০০ কোটি টাকা। ইরোসের অর্জুন ও কিশোর লুল্লার রয়েছে চতুর্থ স্থানে। তাঁদের সম্পত্তির পরিমান ৭৪০০ কোটি টাকা। তালিকায় পাঁচ নম্বরে রয়েছে করণ জোহর। তাঁর সম্পত্তির পরিমাণ ১৭০০ কোটি। গৌরী খানের মোট সম্পত্তির পরিমান ১৬০০ কোটি টাকা। তিনি এই তালিয়ায় রয়েছেন ছয় নম্বরে। পাশাপাশি এই তালিকায় সাত নম্বরে আছেন আমির খান। তাঁর সম্পত্তির পরিমাণ ১৫০০ কোটি টাকা। অন্যান্য ভারতীয় চলচ্চিত্র প্রযোজকদের মধ্য়ে ১০০০ কোটির সম্পত্তি আছে সাজিদ নাদিয়াদওয়ালা, ভূষণ কুমার এবং একতা কাপুরের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)