Indian Film Festival Melbourne: শুরু হচ্ছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন, মনোনীত ডার্লিংস,পাঠান, কান্তরা
Indian Film Festival Melbourne: আগামী মাস থেকেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন।
কলকাতা: শুরু হতে চলেছে ১৪তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (The Indian Film Festival of Melbourne)। ১ জুন ২০২২ থেকে ৩১মে ২০২৩ এর মধ্যে মুক্তি পাওয়া সিনেমা এবং সিরিজ গুলিকে নিয়ে মনোনয়ন চূড়ান্ত করেছে। এই তালিকায় কোন কোন ছবি (Films), সিরিজ (Series) ও অভিনেতারা আছে। চলুন দেখে নেওয়া যাক।
সেরা ছবির মনোনয়নের তালিকায় আছে, ভেদিয়া (Bhediya), ব্রহ্মাস্ত্র (Brahmastra), ডার্লিংস (Darlings), যোগী (Yogi), কান্তারা (Kantara), মনিকা ও মাই ডার্লিং(Monica, O My Darling), পাঠান (Pathaan), পনিয়ান সেলভান ১ ও ২, সীতারমম(Sita Ramam ), গুলমোহর সহ আরও একাধিক ছবি। একাধিক বিভাগে পুরস্কার দেওয়া হবে এই চলচ্চিত্র উৎসবে।
অন্য়দিকে সেরা পরিচালকের তালিকায় রয়েছে অনন্ত মহাদেবন ( The Storyteller), অনুরাগ কাশ্য়প (Kennedy), দেবাশীস মাখিজা (Joram), সিদ্ধার্থ আনন্দ (Pathaan), নন্দিতা দাস (Zwigato), রিমা দাস (Tora’s Husband) সহ আরও একাধিক।
আরও পড়ুন...
রোজ দুপুরে সঠিক সময়ে খাবার খাচ্ছেন তো? নাহলে দেখা দিতে পারে একাধিক শারীরিক সমস্যা
পাশাপাশি সেরা পুরুষ অভিনেতাদের তালিকায় আছেন, দুলকর সলমন (Sita Ramam), মনোজ বাজপেয়ী (Joram, Gulmohar),পরেশ রাওয়াল (The Storyteller), রাজকুমার রাও (Monica, O My Darling), শাহরুখ খান (Pathaan), বিজয় ভার্মা (Darlings), ঋভব শেট্টি (Kantara) সহ আরও একাধিক অভিনেতা।
পাশাপাশি সেরা মহিলা অভিনেতাদের তালিকায় আছেন, ঐশ্বর্য রাই বচ্চন (Ponniyin Selvan 1 and 2), আলিয়া ভট্ট (Darlings), ভূমি পেডনেকর (Bheed), কাজল (Salaam Venky), মু্রণাল ঠাকুর (Sita Ramam), রানি মুখোপাধ্য়ায় (Mrs Chatterjee Vs Norway) সহ আরও একাধিক অভিনেত্রী।
সেরা সিরিজের তালিকায় জায়গা করে নিয়েছে দহর (Dahaad), দিল্লি ক্রাইম সিজন ২ (Delhi Crime Season 2), ফারজি (Farzi), দ্য় ব্রোকেন নিউজ(The Broken News), ট্রায়াল বাই ফায়ার (The Trail) সহ আরও একাধিক।
সেরা তথ্য়চিত্রর তালিকায় জায়গা করে নিয়েছে অগেইন দ্য় টাইড (Again The Tide), ফতিমা (Fatima), টু কিল আ টাইগার (To Kill A Tiger), হোয়াইল ইউ ওয়াচড (While We Watched) সহ আরও একাধিক।
উল্লেখ্য়, ১১ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব (The Indian Film Festival of Melbourne)।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন