এক্সপ্লোর
ইন্টারনেট সেনসেশন পাক চা বিক্রেতার নতুন ফ্যান কে জানেন? শাহরুখ খান!

মুম্বই: পাকিস্তানের সেই নীল চোখের চা বিক্রেতার কথা মনে আছে? ইন্টারনেটে যাঁর ছবি ভাইরাল হয়ে গিয়েছিল! আর্শাদ খান নামে ওই সুদর্শন চা বিক্রেতা এখন মডেলিংয়ের অফার পেয়েছেন। জীবনটাই বদলে যেতে চলেছে তাঁর। আর এই চা ওয়ালার নতুন ফ্যান আর কেউ নন, স্বয়ং শাহরুখ খান। টুইটারে আর্শাদের একটি ভিডিও-ও শেয়ার করেছেন তিনি।
How sweet is this. Beauty lies in simplicity. https://t.co/QZbTMQN8Sj
— Shah Rukh Khan (@iamsrk) November 11, 2016
ওই ভিডিও-য় দেখা যাচ্ছে, আর্শাদ জানাচ্ছেন, তাঁকে দেখতে শাহরুখ খানের মত। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















