এক্সপ্লোর
ঢাকায় জঙ্গি হামলার কড়া নিন্দায় ইরফান খান

মুম্বই: ট্যুইটারে ঢাকার জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন বলিউডের অভিনেতা ইরফান খান। তিনি লিখেছেন, ‘পবিত্র রমজান মাসে এই হত্যাকাণ্ডের খবর আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বলা হত, ক্ষুধার্তদের খেতে না দিয়ে নিজেরা না খেতে। বাংলাদেশে জঙ্গি হামলার খবর শুনে আমার তাই প্রবল অস্বস্তি হচ্ছে।’ ইরফান আরও বলেছেন, ইসলামের মতবাদের প্রকৃত অর্থ বোঝে না বলেই এই ধরনের হামলা চালায় জঙ্গিরা। ইসলামের মূল কথা হল করুণা ও সমবেদনা। তাই ধর্মের নামে এই অন্যায়ের বিরুদ্ধে মুসলিমদের সরব হওয়া উচিত। জঙ্গিরা এক জায়গায় হামলা চালায় আর সারা বিশ্বে মুসলিমদের বদনাম হয়। তাই মুসলিমদের নীরব থাকা উচিত নয়। সম্প্রতি রমজান মাসে রোজা পালন করা এবং কুরবানির সমালোচনা করেন ইরফান। এই মন্তব্যের জন্য তাঁকে মৌলবীদের রোষে পড়তে হয়েছে। তবে তাকে যে গুরুত্ব দিচ্ছেন না এই অভিনেতা, সেটা তাঁর এই ট্যুইটেই পরিষ্কার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















