Babil Khan : লক্ষ্য অভিনয়ে নজর, পড়াশোনা ছাড়লেন ইরফান-পুত্র
অভিনয় কেরিয়ারে নজর দিতে ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে আর গ্র্যাজুয়েশন কোর্স শেষ করবেন না বলে ঠিক করেছেন ইরফানের বড় ছেলে।
![Babil Khan : লক্ষ্য অভিনয়ে নজর, পড়াশোনা ছাড়লেন ইরফান-পুত্র Irrfan Khan’s son Babil Khan drops out of college: ‘Giving it all to acting as of now’ Babil Khan : লক্ষ্য অভিনয়ে নজর, পড়াশোনা ছাড়লেন ইরফান-পুত্র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/28/c222df2b6ed30243fb79aeaa98720ad0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মু্ম্বই : অভিনেতা হিসাবে নিজের জাত চিনিয়েছিলেন বাবা। কাজেই, অভিনয় তাঁর রক্তে। আর সেই অভিনয়ের খাতিরেই পড়াশোনার পাট চোখানোর সিদ্ধান্ত নিলেন প্রয়াত ইরফান খানের বড় ছেলে বাবিল। অভিনয় কেরিয়ারে নজর দিতে ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে আর গ্র্যাজুয়েশন কোর্স শেষ করবেন না বলে ঠিক করেছেন ইরফানের বড় ছেলে। সোশ্যাল মিডিয়ায় নিজের সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাবিল।
তিনি লিখেছেন, তোমাদের খুব অভাব বোধ করব। আমার প্রিয় বন্ধুরা। মুম্বইয়ে আমার একটা সার্কেল আছে, সবমিলিয়ে ২-৩ জন বন্ধুর। ঠান্ডার দেশে তোমরা আমায় বাড়ি দিয়েছিলে এবং আমাকে অনুভব করিয়েছিলে যে আমি তোমাদেরই। তার জন্য ধন্যবাদ। ফিল্ম বিএ, আজ ছাড়ছি। এখনকার মতো অভিনয়কে সব দেব। বিদায়, ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়। আমার সত্যিকারের বন্ধু, তোমায় ভালবাসি ।
নেটফ্লিক্সের ছবি 'কালা'-য় তৃপ্তি দিমরির বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন বাবিল। এছাড়া সুজিত সরকারের পরিচালনাতেও অভিনয় করবেন বলে সম্প্রতি ঘোষণা করেছেন। সুজিতের পরবর্তী ছবি রয়েছে রনি লাহিড়ীর সঙ্গে। সুজিত ও রনি জুটি এর আগে 'পিকু'-র মতো হিট ছবি উপহার দিয়েছে। মূল চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, ইরফান খান ও দীপিকা পাড়ুকোন।
নিজেদের মধ্যে যৌথ উদ্যোগের কথা ইন্সটাগ্রামে জানিয়ে বাবিলকে স্বাগত জানিয়েছেন রনি। সঙ্গে ইরফান-স্মরণে লিখেছেন, আপনার উত্তরসূরিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে সম্মানিত। আপনার মতো একজন কিংবদন্তির সঙ্গে অভিনয় করেছি। আর এখন বাবিলের সঙ্গে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরিবারের কিছু অদেখা ছবি শেয়ার করেন ইরফান খান পুত্র বাবিল খান। এর পাশাপাশি নিজের 'অদ্ভুত পরিবার'-এর কিছু 'সুন্দর জিনিস' বর্ণনা করতে লেখেন লম্বা একটি নোট। বাবিলের শেয়ার করা একটা ছবিতে একসঙ্গে দেখা যায়- ইরফান, সুতপা শিকদার ও আয়ান খানকে। ছবির ক্যাপশনে লেখা, আমাদের পরিবারটা অদ্ভুত। সবথেকে খারাপ ছিল নিখুঁত প্রতিবেশীদের 'ভাবমূর্তির' সঙ্গে তুলনা। সব অদ্ভুত পরিবার এবং এটাই আমাদের মানুষদের সবথেকে সুন্দর বিষয়গুলির অন্যতম। কী করা যায় তা নিয়ে কোনও ক্লু না থাকা সত্ত্বেও, সেই ভয়কে অস্বীকার করে কোনও বিষয়ে পড়ে থাকি আমরা। আমার পরিবার ; একজন থিসপিস বাবা যিনি এই পৃথিবীর থাকতে চান না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)