ইরফানের কথায়, তিনি এতদিন ছিলেন একটি ব্যস্ত ট্রেন সফরে। আচমকাই টিকিট পরীক্ষক এসে তাঁকে জানিয়েছেন, তাঁকে এবার ট্রেন থেকে নেমে যেতে হবে। তাঁর গন্তব্য এসে গিয়েছে, যদিও প্রথমে তিনি সেটা মেনে নিতে পারেননি
2/7
সাতদিন আগেই নিজের এই জটিল অসুখ সম্পর্কে বেশ কিছু কথা বলেন ইরফান। যা কার্যত সকলেরই চোখে জল এনে দেয়
3/7
তারপর তাঁর অসুখ নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের জল্পনা শোনা যায়
4/7
একথা সকলেই জানেন ক্যান্সারের চিকিৎসার জন্যে বর্তমানে লন্ডনে রয়েছেন ইরফান খান। এই বছর মার্চে প্রথম নিজের এই অসুখের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানান ইরফান
5/7
খবরে বলা হয় শাহরুখ অসুস্থ অভিনেতার সঙ্গে ঘণ্টা দুয়েক কাটিয়ে, বেরিয়ে আসার সময় তাঁর হাতে নিজের লন্ডনের ফ্ল্যাটের চাবিটি দিয়ে এসেছেন শাহরুখ। যাতে লন্ডনে চিকিৎসা চলার সময় ইরফান ঘরে রয়েছেন এই অনুভূতিটা হয়
6/7
এরপরই এক পোর্টালের মাধ্যমে একটি খবর ভাইরাল হয়। ইরফানের সঙ্গে দেখা করেছেন বলিউড বাদশা শাহরুখ খান
7/7
পরে ইরফানের মুখপাত্রের তরফে দাবি করা হয়, এই সংক্রান্ত পুরো খবরটিই ভুল। এমন কোনও ঘটনাই ঘটেনি।এই খবর প্রসঙ্গে শাহরুখের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।