এক্সপ্লোর
Advertisement
সুশান্তের মৃত্যুটাকে অজুহাত করবেন না, লড়াই হোক স্বজনপোষণের বিরুদ্ধে, বললেন ইরফান পুত্র বাবিল
বলিউডে দলবাজি, স্বজনপোষণ, পাইয়ে দেওয়ার রাজনীতি নিয়ে সোচ্চার হয়েছে সাধারণ থেকে তারকা-মহাতারকারা।
মুম্বই: এখনও যেন বিশ্বাসই করা যাচ্ছে না। ২০২০ কেড়ে নিয়েছে একের পর এক প্রাণ। একের পর এক নক্ষত্রের পতন হয়েছে বলিউডের আকাশ থেকে। ইরফান খান, ঋষি কপূর দুজনেই চলে গেছেন কর্কটরোগে আক্রান্ত হয়ে। করোনায় প্রাণ গেছে ওয়াজিদ খানের। সব মৃত্যুই নড়িয়ে দিয়ে গেছে সিনে দুনিয়াকে। কিন্তু সুশান্তের মৃত্যু এখনও অবিশ্বাস্য ঠেকছে অনেকের কাছে। অভিনেতার মৃত্যু উসকে দিয়েছে রাশি রাশি প্রশ্ন।
এই পরিস্থিতিতে মন কেড়ে নিয়েছে ইরফান-পুত্র বাবিলের ইনস্টাগ্রাম পোস্ট। তাঁর বক্তব্যের সারাংশ করলে দাঁড়ায়, প্রিয় অভিনেতার মৃত্যুতে শোক করুন, তাঁর ভাল কাজ মনে রাখুন। স্বজনপোষণের মতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। কিন্তু তার জন্য সুশান্তের মৃত্যুকে ব্যবহার করবেন না।
একটি আবেগপ্রবণ পোস্টে বাবিল লিখেছেন, 'না, মেনে নেওয়া যাচ্ছে না। দুজন ভীষণ একাগ্র মানুষকে হারালাম আমরা। ... সুশান্ত চলে গেলেন। এর জন্য আমরা অভিযোগের তিরে বিদ্ধ করে চলেছে কাউকে কাউকে। দোষারোপ করছি। কিন্তু এই দোষারোপের খেলায় কারও শান্তি মিলবে না।'
ইরফানের মৃত্যুর পর থেকেই বাবিলের ইনস্টাগ্রামে নজর রাখেন অনেকেই। বাবার নানা কথা ও ছবি ভাগ করে নেন বাবিল। সুশান্তের মৃত্যু প্রসঙ্গে বাবিল লেখেন, জীবনে লেগ স্পিন আসবেই। তা সামলাতে হবেই। ... দয়া করে সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে কাটাছেঁড়া বন্ধ করুন। এতে ওঁর মৃত্যুতে যাঁদের সত্যি ক্ষতি হয়েছে, তাঁদের দুঃখ বাড়বে।
বাবিলের কথায়, সুশান্তের মৃত্যুকে সামনে রেখে স্বজনপোষণের বিরুদ্ধে লড়াই বন্ধ হোক। বরং প্রতিবাদটা হোক অন্যায়ের বিরুদ্ধেই। ( আর দর্শকের কাছে এটা আমারও নিজেকে প্রমাণ করার লড়াই হবে যে, আমিও ক্যামেরার সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখি।)
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement