Aishwarya Rai Bachchan: ঐশ্বর্য্যের জন্মদিন, সম্পর্ক ভাঙার গুঞ্জনের মধ্যে শুভেচ্ছা এল বচ্চন পরিবারের তরফ থেকে?
Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan: এই বছর অভিষেকের প্রোফাইলে কোনও শুভেচ্ছাবার্তা দেখা যায়নি। আর ৫১ বছর পূর্ণ করলেন ঐশ্বর্য্য।
কলকাতা: বর্তমানে বলিউডে অন্যতম চর্চিত বিষয় অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) বিবাহ-বিচ্ছেদ। শোনা যাচ্ছে, দীর্ঘদিন থেকই নাকি একসঙ্গে থাকছেন না অভিষেক আর ঐশ্বর্য্য। গতবছর ঐশ্বর্য্যের জন্মদিনের সময়ও তাঁর সঙ্গে দেখা যায়নি অভিষেককে। তবে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক। শেয়ার করে নিয়েছিলেন পুরনো একটি ছবি। তবে এবারের বিষয় এক্কেবারে আলাদা। বচ্চন পরিবারের তরফ থেকে কাউকেই শুভেচ্ছা জানাতে দেখা গেল না ঐশ্বর্য্য রাই বচ্চনের জন্মদিনে। তিনি নিজেও একেবারেই শান্ত, চুপচাপ। জন্মদিনের কোনও ছবি, কোনও ভিডিও শেয়ার করে নেননি তিনি।
এই বছর অভিষেকের প্রোফাইলে কোনও শুভেচ্ছাবার্তা দেখা যায়নি। আর ৫১ বছর পূর্ণ করলেন ঐশ্বর্য্য। বিভিন্ন ফ্যানপেজ থেকে অভিনেত্রীকে শুভেচ্ছা জানানো হলেও, সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অভিনেত্রীর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঐশ্বর্য্য এমনিই সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। কাজেই সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের কোনও পোস্ট শেয়ার করে নেননি তিনি। তবে মনে করা হচ্ছে, গত বছরের মতো এই বছরের জন্মদিনটাও মেয়ের সঙ্গেই কাটিয়েছেন ঐশ্বর্য্য।
অন্যদিকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গতবছর জুনিয়র বচ্চনের পোস্ট করা ঐশ্বর্য্য রাইয়ের জন্মদিনের উইশ। অনেকেই গিয়ে মন্তব্য করেছেন সেখানে যে এই বছর এমন কী হল যে অভিষেকের পক্ষ থেকে কোনও শুভেচ্ছাবার্তা এল না ঐশ্বর্য্য রাই বচ্চনের জন্য। তবে অভিষেক যে সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নন এমনটা নয়। সদ্য সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের নতুন ছবির পোস্টার শেয়ার করেছেন। তবে এই বছর এমন কী হল যে জন্মদিনে দেখাই করলেন না অভিষেক ঐশ্বর্য্য? সেই উত্তর জানেন না কেউই।
প্রসঙ্গত, অভিষেক বচ্চনের সঙ্গে সদ্য সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা হয়েছে নিমরত কৌরের। তবে এই বিষয়ে মুখ খোলেননি কেউই।
View this post on Instagram
আরও পড়ুন: Ritabhari Chakraborty: আলোর উৎসবে প্রেমিকের পরিচয় প্রকাশ্যে আনলেন ঋতাভরী, সম্পর্কে শাহরুখ যোগ!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে