এক্সপ্লোর
রণবীর-আলিয়ার সুখের ঘরে কি ভাঙন আসন্ন? দেখুন ভিডিও

মুম্বই: আলিয়া ভট্ট ও রণবীর কপূরের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের খবর আগেও সামনে এসেছে। আর এবার প্রকাশ্যে এল তাঁদের একটি ভিডিও, তাতে ঘৃতাহুতি হয়েছে গুজবের আগুনে। গত রাতে আলিয়া ও রণবীর গাল্লি বয় ছবির বিশেষ স্ক্রিনিংয়ে গিয়েছিলেন। সেখানে তাঁদের দেখে মনে হল, দুজনের তেমন আর বনছে না। গাল্লি বয়-এর নায়ক রণবীর সিংহ, নায়িকা আলিয়া নিজে। স্ক্রিনিংয়ে রণবীর সিংহের সঙ্গে ছিলেন তাঁর নবপরিণীতা স্ত্রী দীপিকা পাড়ুকোন, ছবি দেখে উচ্ছ্বসিত দীপিকা স্বামীকে প্রকাশ্যে চুম্বনও করে বসলেন। কিন্তু রণবীর কপূর ও আলিয়া ভট্টের মধ্যে রসায়নে যেন একটু ঘাটতি পড়েছে মনে হল। এক গাড়িতেই ফিরলেন দুজনে। নিজেদের মধ্যে কথাবার্তাও বলছিলেন। কিন্তু তাঁদের ঘনিষ্ঠতা আগের মত মনে হয়নি অনেকেরই। দেখুন সেই ভিডিও
এছাড়া কয়েকটি ছবিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, আলিয়া আগে আগে হেঁটে চলেছেন, পিছনে গম্ভীর মুখে রণবীর।
সত্যিই এঁদের মধ্যে বনিবনার অভাব হয়েছএ কিনা এখনও স্পষ্ট নয়। তবে অনুরাগীরা এখন অপেক্ষা করছেন ব্রহ্মাস্ত্র ছবির জন্য, বড় পর্দায় এঁদের এক সঙ্গে দেখতে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















