Vicky-Katrina: আর বড়জোর ১-২ মাস, দুই থেকে তিন হতে চলেছেন ভিকি-ক্যাটরিনা? জল্পনায় কার্যত সিলমোহর
Vicky Kaushal-Katrina Kaif: অন্তঃসত্ত্বা হওয়ার খবরে মুখে কুলুপ এঁটেছেন ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল ২ জনেই

কলকাতা: জল্পনায় কি তবে সিলমোহর? সত্য়িই প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন ক্যাটরিনা কইফ (Katrina Kaif) আর ভিকি কৌশল (Vicky Kaushal)? দীর্ঘদিন থেকেই বড়পর্দার থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা। বর্তমানে তিনি সর্বসমক্ষে খুব কমই আসছেন। আর আসলেও, ক্যামেরার সামনে একেবারেই পোজ দিতে রাজি হচ্ছেন না অভিনেত্রী। তাঁর পরণে প্রায় সবসময়েই দেখা যাচ্ছে ঢিলেঢালা পোশাক। এর আগে, একাধিকবার জল্পনা ছড়িয়েছে যে মা হতে চলেছেন ক্যাটরিনা। তবে এই বিষয়ে সবসময়েই মুখে কুলুপ এঁটেছেন তারকা দম্পতি। তবে এবার, এই জল্পনায় সিলমোহর পড়ল যেন!
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ভিকি কৌশলের সিনেমা, 'ব্যাড নিউজ়'। সেই ছবির প্রচার চলাকালীনই ভিকিকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কবে সুখবর দেবেন? অর্থাৎ সন্তানের আগমনের খবর। সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে ভিকি বলেছিলেন, তিনি আপাতত 'ব্যাড নিউজ়' নিয়েই চিন্তা করছেন। এই ছবিটি সাফল্য পেলে তিনি খুব খুশি হবেন। তবে ব্যক্তিগত জীবনে সুখবর দেওয়ার মতো এখনও কিছু ঘটেনি। তেমন কিছু ঘটলে তাঁরা নিজেরাই সেই খবর সবার সঙ্গে শেয়ার করে নেবেন বলে জানিয়েছেন।
তবে অন্তঃসত্ত্বা হওয়ার খবরে মুখে কুলুপ এঁটেছেন ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল ২ জনেই। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, ক্যাটরিনা নাকি অন্তঃসত্ত্বা। অক্টোবর বা নভেম্বর মাসেই তাঁদের ঘরে আসতে পারে প্রথম সন্তান। এখন সন্তানের প্রতীক্ষাতেই দিন গুনছেন তাঁরা। ইতিমধ্যেই নাকি ক্যাটরিনা ঠিক করে ফেলেছেন, সন্তান জন্ম নেওয়ার পরে দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন তিনি। আর সেই কারণেই আপাতত ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না তাঁকে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল ক্যাটরিনার একটি ছবি। সেখানে দেখা গিয়েছিল, একটি সাদা ঢিলেঢালা শার্ট পরে হাঁটছেন ক্যাটরিনা। তবে তাঁর গতি ধীর। সঙ্গে রয়েছেন ভিকি কৌশল। আর সেই ছবিই গুঞ্জন উস্কে দিয়েছিল। তবে কি মা হতে চলেছেন ক্যাটরিনা? কিছুদিন আগেই মুম্বই থেকে আলিবাগ যাওয়ার ব্যক্তিগত ফেরিতে সফর করতে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। সঙ্গে ছিলেন ভিকি। ব্যস্ত জীবন থেতে একটু ব্যক্তিগত সময় কাটাতেই মুম্বই থেকে আলিবাগ পাড়ি দিয়েছিলেন দম্পতি।
এদিন পাপারাৎজিরা এলেও ভিকি এবং ক্যাটরিনার কাছাকাছি যাওয়ার অনুমতি ছিল না তাঁদের। ফলে দূর থেকেই পাপারাৎজিরা ক্যামেরাবন্দি করেন তারকাদের। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ওঠে গুঞ্জন। সেখানে ক্যাটরিনাকে ঢিলেঢালা পোশাক পরা দেখেই যাবতীয় গুঞ্জন শুরু। বেশ অনেকদিনই অভিনয়ের থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা। ভিকির সঙ্গে বিবাহের পরেই কাজ করা কমিয়ে দিয়েছেন তিনি। হাতে গোনা ছবি মুক্তি পেয়েছে তাঁর। সদ্যই জন্মদিন গিয়েছে ক্যাটরিনার। সোশ্যাল মিডিয়ায় ভিকি স্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। তবে এবার কি জীবনের নতুন অধ্যায় আসতে চলেছে তাঁদের? সদ্য প্রকাশ হওয়া ছবি উস্কে দিয়েছে সেই জল্পনাই।






















