Nora Fatehi: 'বাঞ্জি জাম্পিং' করতে গিয়ে খাদে পড়ে মৃত্যু? সংবাদ ছড়িয়ে পড়তেই কী জানাল নোরা ফতেহির টিম?
Nora Fatehi News: সদ্য সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে, তিনি নাকি বাঞ্জি জাম্পিং করতে গিয়ে খাদে পড়ে গিয়েছেন

কলকাতা: ফের একবার সংবাদের শিরোনামে নোরা ফতেহি (Nora Fatehi)। সদ্য়ই লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে বেঁচে ফিরেছেন নোরা। আর ফের একবার ছড়িয়ে পড়ল তাঁর মৃত্যুর সংবাদ! দুঃসাহসিক বাঞ্জি জাম্পিং করতে গিয়ে নাকি খাদে পড়ে গিয়েছেন তিনি। আর সেখান থেকেি নাকি মৃত্যু হয়েছে তাঁর। নোরা ফতেহি নাকি খাদে পড়ে মারা গিয়েছেন, এই খবর ছড়িয়ে পড়তেই নোরা ফতেহির টিমের তরফ থেকে কী জানানো হল? জেনে নেওয়া যাক।
সদ্য সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে, তিনি নাকি বাঞ্জি জাম্পিং করতে গিয়ে খাদে পড়ে গিয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পেজের তরফে একটি ভিডিও ভাগ করে নেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ে মাঝে আটকে পড়েছেন একজন মহিলা। সেই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘দুর্ঘটনায় বলিউড অভিনেত্রী নোরা ফতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।’ অনেক দূর থেকে ভিডিওটি তোলায় মহিলার মুখ ছিল অস্পষ্ট। আর সেই থেকেই ছড়িয়ে পড়ে নোরা ফতেহির মৃত্যু সংবাদ। তবে নোরার টিমের কাছে এই খবর যাওয়া মাত্রই, টিমের তরফ থেকে তা সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়। জানানো হয়, ভিডিওতে দেখা মহিলা নোরা নন। ভিডিওটি ভুয়ো। সঙ্গে সঙ্গে জানানো হয়েছে, নোরা ফতেহি একেবারেই সুস্থ রয়েছেন।
প্রসঙ্গত, তাঁর কেরিয়ার কখনোই একেবারে সহজ ছিল না। কেরিয়ারের একেবারে শুরুর দিকেই বারে বারে ব্যর্থ হয়েছেন নোরা। বিভিন্ন জায়গায় অডিশন দিয়েও ডাক পাননি তিনি। সেই সময়ে নাকি তাঁকে বলা হত তিনি নাকি ক্যাটরিনা কইফের অনুকরণ করছেন। তিনি নাকি আগামী ক্যাটরিনা হতে চান। এই কথা নোরার ওপর মানসিকভাবে ভীষণ প্রভাব ফেলত। তার মধ্যেই একাধিকবার বাতিল হয়ে যাওয়াও তাঁর ওপর প্রভাব ফেলত। তাঁকে মনোবিদের পরামর্শ পর্যন্ত নিতে হয়েছিল। তবে সেই সমস্ত এখন অতীত। বলিউডে এখন নিজের মতো করেই কেরিয়ার তৈরি করেছেন। কাজ করেছেন একাধিক সিনেমা, আইটেম সং, সিনেমা ও মিউজিক ভিডিওতে। বলিউডে যথেষ্টই জনপ্রিয় নোরা।
কানাডায় জন্মগ্রহণ নোরার। বড়ও হয়েছেন সেখানেই। টরেন্টোর একটি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করে নোরা। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে নোরা রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন। তবে নোরা প্রত্যেকটা সময়ে তাঁর সমস্ত সাক্ষাৎকারে বলে এসেছেন হৃদয় থেকে তিনি ভারতীয়। যেহেতু তাঁর কেরিয়ার শুরু এই ভারত থেকেই, সেই কারণেই ভারতকে এতটা ভালবাসেন নোরা।
আরও পড়ুন: Amir Khan: মুম্বইয়ের রাস্তায় বস্তা পরে 'গুহামানব' হয়ে ঘুরে বেড়াচ্ছেন আমির? প্রকাশ্যে আসল সত্যিটা






















