Saiyaara: মৌলিক গল্প নয়, আসলে কোরিয়ান সিনেমার নকল 'সাঁইয়ারা'?
Saiyaara Film: 'সাঁইয়ারা' দেখে কী বলছে নেটদুনিয়া?

কলকাতা: সদ্য মুক্তি পাওয়া ছবি 'সাঁইয়ারা' (Saiyaara) ছবিটি নিয়ে বর্তমানে খুব চর্চা চলছে। অহন পাণ্ডে (Ahaan Panday) ও অনীত পাড্ডা (Aneet Padda) অভিনীত এই ছবিটি বক্সঅফিসে খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছে। দর্শকেরা নায়ক নায়িকার প্রেমকাহিনী ভীষণ পছন্দ করেছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের মুখে মুখে ঘুরছে এই সিনেমার কথা। তবে অনেকে বলছেন, এই ছবির চিত্রনাট্যের সঙ্গে হুবহু মিলে যায়, একটি কোরিয়ান ছবি। 'A Moment To Remember' বলে একটি কোরিয়ান সিনেমা রয়েছে। সেই সিনেমার গল্পটিও একেবারে এই সিনেমার চিত্রনাট্যের মতোই। অনেকেই এই ২টো ছবির তুলনা টেনেছেন। তবে এই বিষয়ে নির্মাতারা এখনও কিছু জানাননি।
কী বলছে নেটদুনিয়া?
সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী লিখেছেন, 'মোহিত সুরি খুব কম আসল, মৌলিক সিনেমা বানান। সাঁইয়ারা আসলে একটি কোরিয়ান সিনেমার নকল'। আর একজন ব্যবহারকারী লিখেছেন, 'দুটি ছবির মধ্যে বেশিরভাগ গল্পটাই এক। এমনকি সিনেমার শেষ দৃশ্য ও একই।' অন্য একজন লিখেছেন, 'মোহিত সুরি আর তাঁর দক্ষিণ কোরিয়ার সিনেমার ওপর ভালবাসা। তাঁর ছবি 'এক ভিলেন' ও কোরিয়ান ছবি Saw The Devil-এর নকল ছিল।'
So #SAIYAARA is a copy of this KOREAN FILM! (Read the synopsis)
— Chanduminati (@illuminatiGuyy) July 18, 2025
Mohit Suri has barely made any original film. pic.twitter.com/Oyqx3BgzVB
অহন-অনীতের প্রশংসায় কী লিখলেন আলিয়া?
আলিয়া অহন পাণ্ডে এবং অনীতকে ট্যাগ করে লিখেছেন, 'এটা বললে এতটুকুও ভুল হবে না যে দুই যাদু-তারকার জন্ম হয়েছে। মনে নেই, শেষ কবে দুই অভিনেতাকে এইভাবে দেখেছি। আমাদের দুজনের চোখে তারার ঝলমলানি দেখেছি। তোমরা নিজেদের জায়গায় এতটা সততার সঙ্গে উজ্জ্বল হয়ে উঠেছো যে তোমাদের বার বার দেখতে পারি। সত্যি বলতে, হয়তো দেখব ও।' আলিয়া লিখেছেন যে তিনি এতটাই খুশি যে তিনি এই খুশি কেবল লিখে, ভাষায় প্রকাশ করতে পারবেন না। এরপরে আলিয়া ভট্ট পরিচালক মোহিত সুরিরও প্রশংসা করেছেন।
মোহিত সুরিকে নিয়ে কী লিখলেন আলিয়া?
মোহিত সুরিকে আলিয়া ভট্ট জাহাজের ক্যাপ্টেন হিসেবে উল্লেখ করে লিখেছেন, 'কী দুর্দান্ত ছবি। আর কী দারুণ অনুভূতি। সঙ্গে সঙ্গে ছবির গানগুলো ও খুব সুন্দর। আপনি আমায় সেই অনুভূতি দিয়েছেন, যা কেবলমাত্র একটা সিনেমাই দিতে পারে। 'সাঁইয়ারা' সিনেমাটার মধ্যে হৃদয় রয়েছে, মন রয়েছে... যা ছবি শেষ হওয়ার পরেও সঙ্গে থেকে যায়। সেটাই ছবিটার বিশেষত্ব।' এরপরে আলিয়া গোটা টিমকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, তিনি যে অনুভূতিটা পেয়েছেন, সেটার জন্য তিনি ধন্য।






















