Katrina Vicky Kaushal Marriage: কত হোটেল বুকিং হল ইতিমধ্যেই ভিকি-ক্যাটরিনার বিয়ের আমন্ত্রিত অতিথিদের জন্য?
বিভিন্ন সূত্রে দুই তারকার বিয়ের প্রস্তুতির নানা খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। শোনা যাচ্ছে, আগামী ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট রিসর্টে বসতে চলেছে ভিকি-ক্যাটরিনার বিবাহ আসর।
মুম্বই: বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে নিয়ে সরগরম বি টাউন। শোনা যাচ্ছে চলতি বছর ডিসেম্বরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দুই তারকা। যদিও 'উরি' অভিনেতা ভিকি কৌশলের তুতো বোনের পক্ষ থেকে বিয়ের গুঞ্জনকে ভুয়ো বলে দাবি করা হয়েছে। তবুও বিভিন্ন সূত্রে দুই তারকার বিয়ের প্রস্তুতির নানা খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। শোনা যাচ্ছে, আগামী ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট রিসর্টে বসতে চলেছে ভিকি-ক্যাটরিনার বিবাহ আসর।
সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে স্বীকার করেননি ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফ। বিয়ের ক্ষেত্রেও দুই তারকা এবং তাঁদের পরিবারের সদস্য়রা মুখে কুলুপ এটেছেন। সম্প্রতি সূত্র অনুযায়ী জানা গিয়েছে, যেহেতু হাতে আর একেবারেই সময় নেই, তাই ভিকি-ক্যাটরিনার বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। জানা গিয়েছে, মেহেন্দি অনুষ্ঠানের জন্য ক্যাটরিনা কাইফ যে মেহেন্দি পরতে চলেছেন, তা তৈরি হচ্ছে কেমিক্যাল ছাড়া একেবারেই অর্গানিক পদ্ধতিতে। তার জন্য খরচ হচ্ছে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা। সম্প্রতি জানা গিয়েছে, হাই ভোল্টেজ বিয়ের জন্য রনথম্বোরে ইতিমধ্যেই প্রায় ৪০ থেকে ৪৫টি হোটেল বুক করা হয়েছে।
এই প্রসঙ্গে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে যে, দুই অভিনেতা বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বলিউডের অনেক তারকা উপস্থিত থাকবেন। ফলে আয়োজনও ততটাই জোরদার করার প্রস্তুতি চলছে। আগামী ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলছে বিয়ের অনুষ্ঠান। শোনা গিয়েছে আগামী ৯ ডিসেম্বর ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে উপলক্ষে উপস্থিত থাকতে পারেন সলমন খান।
বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, 'রনথম্বোরে হোটেলগুলি বেশ ছোট ছোট। তাই বেশি সংখ্যাক হোটেল বুক করে রাখতে হচ্ছে তারকা থেকে আমন্ত্রিত অতিথিদের যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য।' ফলে সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, দুই তারকা অফিশিয়ালি এখনও বিয়ের খবর না প্রকাশ করলেও, প্রস্তুতি বেশ জোরকদমে চলছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ভিকি কৌশলের নতুন ছবি 'সর্দার উধম'। এই ছবিতে অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছেন ভিকি। তাঁর হাতে রয়েছে 'গোবিন্দা মেরা নাম', 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'র মতো ছবি। অন্যদিকে, ক্যাটরিনা কাইফের হাতেও রয়েছে 'টাইগার থ্রি', 'ফোন ভূত', 'জি লে জারা'-র মতো ছবি।