এক্সপ্লোর
Advertisement
কঙ্গনাকে তাঁর আসন্ন ছবি ‘সিমরান’-এ কি এভাবে বয়স্ক মহিলার চরিত্রেই দেখা যাবে? জল্পনা
মুম্বই: দীর্ঘ সময় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের কোনও ছবি বক্স অফিস দেখতে পাচ্ছি না। অভিনেত্রীকে শেষবারের মতো প্রকাশ্যে দেখা গিয়েছিল জি কিউ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রাতে। মাস খানেক আগে একাধিকবার অভিনেতা হৃত্বিক রোশনের সঙ্গে ঝামেলার কারণে শিরোনামে এসেছে কঙ্গনার নাম। সূত্রের দাবি, অভিনেত্রী এখন ব্যস্ত রয়েছেন হনসল মেহেতার ‘সিমরান’ ছবির শ্যুটিংয়ে।
সম্প্রতি মার্কিন মুলুকে অ্যাটলান্টাতে ‘সিমরান’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন কঙ্গনা। সেখানেই এক দোকানে অভিনেত্রীকে বয়স্ক মহিলার সাজে দেখা গিয়েছে ছবির পরিচালকের সঙ্গে।
তাহলে কী এই বয়স্ক মহিলার লুকেই কঙ্গনাকে দেখা যাবে হনসলের ‘সিমরান’-এ?
এই ছবির চিত্রনাট্য সম্পর্কে না না সময় বিভিন্ন ধরনের গুজব শোনা গিয়েছে। তবে বলিউড লাইফ.কম-এ দাবি করা হয়েছিল, ছবিতে একজন ৩০ বছর বয়সি বিবাহবিচ্ছিন্নার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। ছবিতে একজন বিবাহবিচ্ছিন্নার জীবনে কতধরনের সমস্যা আসে সেই সম্পর্কে কাহিনী বুনেছেন পরিচালক।
তবে সত্যিই যদি কঙ্গনাকে ছবিতে বয়স্ক মহিলার চরিত্রে দেখা যায়, তাহলে ‘টাইগার জিন্দা হ্যায়’-তে সলমন খানের পর কঙ্গনা হবেন পরবর্তী অভিনেত্রী, যাঁর ছবির মধ্যে বয়স বাড়ল।
তবে এটাই ছবিতে অভিনেত্রীর লুক হচ্ছে কিনা সেবিষয় পরিচালক কিছু নিশ্চিত করেননি। ছবিটি খুব ভাল করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে, কঙ্গনা একটি নকল পরচুলার দোকানে দাঁড়িয়ে ছিলেন। ধরে নেওয়া যেতেই পারে তিনি হয়তো না না ধরনের লুক ট্রাই করছিলেন। এখন সত্যিটা কী, সেটা সময়ই বলবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement