Ishaan Khatter Upcoming Film: 'পিপ্পা' ছবির শ্যুটিং শেষ করলেন ঈশান খট্টর
Ishaan Khatter Upcoming Film: রাজা কৃষ্ণ মেনন পরিচালিত 'পিপ্পা' ছবিটি খোদ ব্রিগেডিয়ার বলরাম সিংহ মেহতা রচিত 'দ্য বার্নিং চাফি' বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে।
![Ishaan Khatter Upcoming Film: 'পিপ্পা' ছবির শ্যুটিং শেষ করলেন ঈশান খট্টর Ishaan Khatter finishes shooting for war drama Pippa, know details Ishaan Khatter Upcoming Film: 'পিপ্পা' ছবির শ্যুটিং শেষ করলেন ঈশান খট্টর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/11/58228768aa3fd1831edec559f13cd543_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউড অভিনেতা ঈশান খট্টর (Ishaan Khatter) শ্যুটিং শেষ করলেন তাঁর আগামী ছবি 'পিপ্পা'র (Pippa)। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সেই কথা।
শ্যুটিং শেষ 'পিপ্পা'র
সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেতা ঈশান খট্টর। অনুরাগী ও ফ্যানেদের জানান যে তিনি আগামী ছবি 'পিপ্পা'র শ্যুটিং শেষ করেছেন।
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'এই ছবির অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞতায় ভরপুর। এমন দুর্দান্ত একটি দলের সঙ্গে কাজ করা স্বপ্নের মতো ছিল। নম্র এবং ভালবাসায় পূর্ণ। আমি আপনাদের ক্যাপ্টেন বলরাম সিংহ মেহতা 'পিপ্পা' থেকে সাইন অফ করছি।'
View this post on Instagram
সিনেমার চরিত্রের ছবি শেয়ার
'পিপ্পা' সিনেমায় তাঁর চরিত্রের বেশ কিছু ছবিও পোস্ট করেন অভিনেতা। ছবিতে তাঁকে জোয়ান ব্রিগেডিয়ার বলরাম সিংহ মেহতার (Brigadier Balram Singh Mehta) চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে তাঁর বলরাম সিংহের অবদান অনস্বীকার্য। শেষ ছবিতে শ্যুটিংয়ের শেষ দিনে কেক কাটতেও দেখা গেল।
রাজা কৃষ্ণ মেনন পরিচালিত 'পিপ্পা' ছবিটি খোদ ব্রিগেডিয়ার বলরাম সিংহ মেহতা রচিত 'দ্য বার্নিং চাফি' বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে। ছবিতে ঈশান খট্টর ছাড়াও ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পৈনুলি ও সোনি রাজদানকে দেখা যাবে।
আরও পড়ুন: Runway 34 New Trailer: অসাধারণ অমিতাভ-অজয়, প্রকাশ্যে 'রানওয়ে ৩৪'-এর নতুন ট্রেলার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)