এক্সপ্লোর
সচিনের সঙ্গে ছবি দেখা সম্মানের: গীতা ফোগত

নয়াদিল্লি: তাঁদের পরিবারকে কেন্দ্র করে তৈরি হওয়া ছবি সচিন তেন্ডুলকরের সঙ্গে বসে দেখার সুযোগ পেয়ে অভিভূত গীতা ফোগত। তিনি বলেছেন, ‘আমাদের জীবন নিয়ে তৈরি হওয়া ছবি বলিউড ও ক্রীড়াজগতের মহান ব্যক্তিত্বদের সঙ্গে বসে দেখা আমাদের পরিবারের কাছে গর্বের বিষয়। আমির খানের এই ছবির সাফল্যের জন্য আমাদের শুভেচ্ছা রইল।’ কুস্তিগীর মহাবীর সিংহ ফোগত ও তাঁর মেয়েদের জীবন নিয়ে তৈরি হয়েছে দঙ্গল। মহাবীরের ভূমিকায় অভিনয় করেছেন আমির। শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। তার আগে মুম্বইয়ে এক বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই হাজির ছিলেন সচিন। আমিরের এই ছবি নিয়ে আশাবাদী গীতা। তিনি বলেছেন, এই ছবির মাধ্যমে সারা দেশে কুস্তির জনপ্রিয়তা বাড়বে এবং সাধারণ মানুষ এই খেলাকে গুরুত্ব দেবেন বলে আশা করি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















