এক্সপ্লোর
Advertisement
অনলাইনে লিক ‘উড়তা পঞ্জাব’: ‘কায়েমি স্বার্থ’কে দুষছেন কাশ্যপ
নয়াদিল্লি: মুক্তির ঠিক মুখে ফের নয়া বিতর্কে ‘উড়তা পঞ্জাব’! এবার মুক্তির ৪৮ ঘণ্টা আগেই অন লাইনে লিক হয়ে গেল বহুল চর্চিত এই ছবি! সেইসঙ্গে উঠে গেল একগুচ্ছ প্রশ্ন। মুম্বইয়ের বান্দ্রা থানার সাইবার অপরাধ দমন শাখায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
প্রশ্ন উঠছে, কে ছবি লিক করলেন? ছবি লিক করার ষড়যন্ত্র কার? কে বা কারা চাইছেন মুক্তি ভেস্তে দিতে কিংবা ছবির বাণিজ্যিক ক্ষতি করতে?
বিভিন্ন টরেন্ট ওয়েবসাইটে উড়তা পঞ্জাবের যে কপি লিক হয়, তার বাঁদিকে কোণে লেখা ‘ফর সেন্সর’। নিচে ছবির কপিতে টাইম কোডও রয়েছে!
তাই সিনেমা জগতের একাংশে প্রশ্ন উঠছে, ছবির যে কপিটি ওয়েবসাইটে লিক করা হল সেটা কি সিবিএফসি-তে জমা দেওয়া কপি? সার্টিফিকেশনের জন্য প্রত্যেক ছবি নির্মাতাকে একটি কপি সিবিএফসি বা প্রচলিত ভাষায় সেন্সর বোর্ডে জমা দিতে হয়। সেই কপিতে টাইম কোড থাকে। এখন দেখা যাচ্ছে যে কপিটি অনলাইনে লিক করা হয়েছে তাতেও ‘ফর সেন্সর’ কথাটি লেখা রয়েছে, আবার টাইম কোডও রয়েছে! ছবির কোনও বিশেষ অংশকে চিহ্নিত করা হয়, এই টাইম কোড দিয়ে। সিনে জগতের একাংশের প্রশ্ন, সেন্সর বোর্ডে জমা দেওয়া কপিটিই অনলাইনে লিক করে দেওয়া হয়নি তো?
এই বিতর্ক আরও উস্কে দিয়েছেন উড়তা পঞ্জাব ছবির নির্মাতা অনুরাগ কাশ্যপ! ফেসবুকে তাঁর মন্তব্য, এই লড়াই সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই। কিছু স্বার্থান্বেষী মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অধিকার রক্ষার লড়াইকে ক্ষুণ্ণ করতে চাইছে। আমাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তাই ডাউনলোড করুন, কিন্তু একদিন পরে করুন, শনিবার করুন। আর দুদিন বজায় রাখুন কৌতুহল। তিনি আরও বলেন, আমি কখনও টরেন্টে কোনও ফিল্ম ডাউনলোড করিনি। কীভাবে করতে হয়, তা-ও জানিনা। কখনও কখনও বন্ধুদের থেকে ডাউনলোড করা সিনেমা এনে দেখেছি। দর্শকদের সিনেমা ডাউনলোড করার অধিকার বন্ধ করা যাবে না।
মুক্তির আগেই অনলাইনে লিক ছবিটি দর্শকদের না দেখার আর্জি জানিয়েছেন পরিচালক কর্ণ জোহরও। তিনি বলেন, দর্শকদের অনুরোধ করছি... অনলাইনে লিক হওয়া ছবিটি দেখবেন না। অনেক পরিশ্রম, ধৈর্য্য, শক্তির বিনিময়ে একটা ছবি তৈরি করেন পরিচালকেরা। তাই অন লাইনে নয়, সিনেমা হলে গিয়ে ছবিটি দেখুন।
এ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা আমির খানও। তিনি বলেন, আমি জানি না, এটা ‘সেন্সর বোর্ড’ –এরই কপি কিনা। যদি সত্যি হয়, তবে তা সিবিএফসি-র জন্য অত্যন্ত লজ্জার। এতে তাদের ওপর খারাপ প্রভাবই পড়বে। পাইরেসি এমনই একটি ইস্যু, যা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চলছে। অনুরাগীদের উদ্দেশে টুইট করে তিনি আর্জি জানিয়েছেন, তারা যেন অনলাইনে না দেখে সনেমা হলে গিয়েই ছবিটি দেখেন। ‘দঙ্গল’-এর শ্যুটিং নিয়ে এই মুহূর্তে ব্যস্ত আমির। কিন্তু এরই ফাঁকে তিনি নিজেও দেখবেন ‘উড়তা পঞ্জাব’, এমনটাই জানিয়েছেন তিনি। আমির বলেন, আমিও ছবিটি নিয়ে খানিক উত্তেজিত। বম্বে হাইকোর্টের রায়েও খুশি তিনি।
ছবি লিক নিয়ে বান্দ্রায় সাইবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন ‘উড়তা পঞ্জাব’ ছবির নির্মাতারা। যে কম্পিউটারের আইপি অ্যাড্রেসের মাধ্যমে ছবিটি বেআইনিভাবে অনলাইনে আপলোড করা হয়েছিল, তার সন্ধান করছে পুলিশ।
চাঞ্চল্যকর বিষয় হল, শুধু কুড়ি মিনিটের ক্লিপই নয়, একাধিক মুভি ডাউনলোড ওয়েবসাইটে তো দু’ঘণ্টা ২০ মিনিটের গোটা ছবিটাই চলে এসেছিল! এই খবর শুনেই যুদ্ধকালীন তৎপরতায় আসরে নামে ছবির প্রযোজক সংস্থা। তড়িঘড়ি তা ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু, সিনেমা জগতে এখন একটাই প্রশ্ন, এত বিতর্ক সামলে হাইকোর্ট থেকে আইনি লড়াইয়ে জিতে মুক্তির ছাড়পত্র পাওয়ার পর কে বা কারা অনলাইনে উড়তা পঞ্জাব ছবি লিক করে দিলেন?
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement