এক্সপ্লোর
Alia Bhatt Fitness: সুস্বাদু কিন্তু ক্ষতিকারক নয়, আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন আলিয়ার পছন্দের এই বিটরুট রায়তা
Alia Bhatt's Favorite: আলিয়া ভট্ট নিয়মিত তাঁর খাবার তালিকায় রাখেন টক দই। এই খাবারটি হজমে সাহায্য করে, সেই সঙ্গে শরীরে প্রোটিনের মাত্রাও ঠিক রাখে।
আপনিও বানাতে পারেন আলিয়ার প্রিয় বিটরুট রায়তা
1/10

কড়া ডায়েট আর নিয়মিত শরীরচর্চা। এটাই আলিয়া ভট্টের (Alia Bhatt)-এর ফিটনেস সিক্রেট। কিন্তু জানেন কী, কড়া ডায়েটে থেকেও এই খাবারটি ভীষণ পছন্দের আলিয়া ভট্টের! চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আপনিও।
2/10

আলিয়া ভট্ট নিয়মিত তাঁর খাবার তালিকায় রাখেন টক দই। এই খাবারটি হজমে সাহায্য করে, সেই সঙ্গে শরীরে প্রোটিনের মাত্রাও ঠিক রাখে।
3/10

আলিয়া দই কখনও ঘি-এর তড়কা ছাড়া খান না। সবসময়েই ঘিয়ের মধ্যে জিরে ও সর্ষের তড়কা দিয়ে সেটা খেতে ভালবাসেন আলিয়া।
4/10

আলিয়ার প্রিয় হল বিটরুট রায়তা। কিন্তু কী এই বিটরুট রায়তা? কতটা সহজে বাড়িতেই বানানো যায় এই লাল রায়তা? আসুন জেনে নেওয়া যাক আলিয়ার প্রিয় বিটরুট রায়তার রেসিপি।
5/10

প্রথমে কয়েকটা বিট পরিষ্কার করে ধুয়ে মিহি করে কুরিয়ে নিন। বিট কিন্তু কুরিয়ে নেওয়ার পরে আর ধুলে চলবে না।
6/10

ওই কুরিয়ে রাখা বিটরুটের সঙ্গে মিশিয়ে নিন ভাল করে ফেটানো টক দই। মিশিয়ে দেওয়ার পরে দেখবেন দইয়ের রঙ লাল হয়ে গিয়েছে
7/10

এরপর ওই দই ও বিটরুটের মিশ্রণে দিয়ে দিন নুন, গোলমরিচ, চাট মশালা আর কুঁচিয়ে রাখা ধনেপাতা
8/10

এরপর তড়কা। একটা পাত্রে ঘি গরম করে তাতে ফেলে দিন শুকনো লঙ্কা, সর্ষে, জিরে ও কারি পাতা। হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে মিশিয়ে নিন ওই রায়তায়।
9/10

ব্যাস.. তৈরি হয়ে গেল আপনার বিটরুট রায়তা। টক-ঝাল স্বাদের এই রায়তা এমনি খেতে পারেন আবার চেখে দেখতে পারেন পরোটার সঙ্গেও।
10/10

এই রায়তা যেমন সুস্বাদু, তেমনই কোনও চিনি বা ক্ষতিকারক জিনিস না থাকায় এটি শরীরের কোনও ক্ষতি করে না।
Published at : 25 Nov 2024 02:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























