জন্মদিনেই মনের মানুষের নাম প্রকাশ, রোম্যান্টিক পোস্ট অভিনেত্রী রকুলপ্রীত সিংহের
'তোমাকে ছাড়া, দিনগুলো ঠিক দিন মনে হয় না। তোমাকে ছাড়া, সবচেয়ে সুস্বাদু খাবার খাওয়ারও মজা নেই।...' ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখলেন জ্যাকি ভগনানি।

মুম্বই: জন্মদিনেই ঘোষণা। প্রযোজক জ্যাকি ভগনানির সঙ্গে নিজের সম্পর্কের কথা পোস্ট করে ঘোষণা করলেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। রোম্যান্টিক ক্যাপশন লিখে বান্ধবীকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানান জ্যাকিও।
'লেডিলভ' রকুলপ্রীতের সঙ্গে একটি ছবি পোস্ট করে 'বেল বটম' প্রযোজক একটি মিষ্টি ক্যাপশন লেখেন। তিনি লেখেন, 'তোমাকে ছাড়া, দিনগুলো ঠিক দিন মনে হয় না। তোমাকে ছাড়া, সবচেয়ে সুস্বাদু খাবার খাওয়ারও মজা নেই। সবচেয়ে সুন্দর মানুষটি, যে আমার কাছে গোটা পৃথিবী, তাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠালাম!!! তোমার দিন তোমার হাসির মতোই উজ্জ্ব হোক, তোমার মতোই সুন্দর হোক। শুভ জন্মদিন আমার ভালবাসা।'
View this post on Instagram
জ্যাকি ভগনানির পোস্টে বহু বলি তারকা শুভেচ্ছা জানিয়েছেন তাঁদেরকে। অভিনেতা আয়ুষ্মান খুরানা, টাইগার শ্রফ, পত্রলেখা এবং অনেকেই রকুলপ্রীতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
একই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেও। ক্যাপশনে তিনি লেখেন, 'ধন্যবাদ ভালবাসা! এই বছরে আমার সবচেয়ে বড় উপহার তুমিই! আমার জীবনে রং ঢালার জন্য ধন্যবাদ, ধন্যবাদ আমাকে একনাগাড়ে হাসানোর জন্য, ধন্যবাদ "তুমি" হওয়ার জন্য!! একসঙ্গে আরও মুহুর্ত তৈরি করব।'
View this post on Instagram
সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে জ্যাকি ভগনানির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেনমেন্টের পরবর্তী ছবির কাজ শেষ করেছেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ।






















