James Martin: অস্কারের জন্য মনোনীত হয়েও কফি বিক্রির কাজে ফিরতে চান এই অভিনেতা!
James Martin News: অভিনেতার ডাউন সিন্ড্রোম রয়েছে। স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করার আগে, স্টারবাগসে কাজ করতেন তিনি।
মুম্বই: ছবিতে সুযোগ পাওয়ার আগে কফি বিক্রি করতেন তিনি। আর তাই, অস্কারের জন্য মনোনয়ন পেয়েও পুরনো পেশাতেই ফিরে যেতে চান অভিনেতা জেমস মার্তিন (James Martin)। অভিনেতার ডাউন সিন্ড্রোম রয়েছে। স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করার আগে, স্টারবাগসে কাজ করতেন তিনি।
অভিনেতা জেমস মার্তিন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে এই কাজ করছেন। কাস্টমারদের সার্ভ করতে তাঁর ভাল লাগে। এটা একটা দারুণ অভিজ্ঞতা। অভিনেতার বর্তমান বয়ত ৩০। মায়ের মৃত্যুর পরে দুই ভাইকে একসঙ্গে নিয়ে আসা হয়। এই দুই ভাইয়ের মধ্যে একজনের ভূমিকায় অভিনয় করেছিলেন জেমস মার্তিন।
একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করে মন জয় করেছেন জেমস মার্তিন। তবে শুধু কফি শপ নয়, তার আগে ইতালিয়ান একটি রেস্তোরাঁয় রাঁধুনী হিসেবেও কাজ করেছেন তিনি। কেবল কফি নয়, গার্লিক ব্রেড, মিটবল, স্যালার্ড, চিপস ও অন্যান্য খাবারও বানাতে পারেন।
আরও পড়ুন: Kangana and Uorfi: 'অভিনেতাদের মধ্যে হিন্দু-মুসলিম বিভাজন কেন?' কঙ্গনা উরফির মধ্যে ট্যুইটযুদ্ধ
নিজের ডাউন সিনড্রোম নিয়ে কথা বলার সময় অভিনেতা বলেন, যে কোনও মানুষই অভিনয় করতে পারেন, ডাউন সিনড্রোম থাকলে তাতে কোনও সমস্যা হয় না। কথায় কথায় স্টিফেন হকিংয়ের প্রসঙ্গও তুলে ঘরেন কিনি। আপাতত লুসি জাভেদের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।
এই ছবির পরিচালনা করেছেন টম বেরকেলে ও রোজ হোয়াইট (Tom Berkeley and Ross White)। জেমসের অস্কারে মনোনয়নের পরে সবাই অবাক, খুশিও।