Janhvi Kapoor: প্রচণ্ড অগোছালো, টুথপেস্টের ঢাকনা আটকাতেও ভুলে যান জাহ্নবী কপূর!
Janhvi Kapoor: কপিল শর্মার শো-তে এসে বনি কপূর এই কথা ফাঁস করতেই রীতিমতো অপ্রস্তুত জাহ্নবী। বাবার কথার হালকা প্রতিবাদও করেন তিনি
![Janhvi Kapoor: প্রচণ্ড অগোছালো, টুথপেস্টের ঢাকনা আটকাতেও ভুলে যান জাহ্নবী কপূর! Janhvi Kapoor: Actress Janhvi Kapoor forgets to keep toothpaste properly, said Bonny Kapoor Janhvi Kapoor: প্রচণ্ড অগোছালো, টুথপেস্টের ঢাকনা আটকাতেও ভুলে যান জাহ্নবী কপূর!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/16/4bcf7975753b6625e1c481c3ae3a649a166857157027949_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ঘুম থেকে উঠেই নাকি তাঁর মা'কে চাই। মা মাথায় হাত বুলিয়ে, গল্প বলে ঘুম পাড়িয়ে দিতেন আবার মা সকালে গরম দুধ নিয়ে এসে ঘুম ভাঙাতেন তাঁর। সেই মেয়ে কি না বিদেশে পড়তে যাবে! ভয় পেয়েছিলেন মা। এত অগোছালো মেয়ে কী করে থাকবে মা-কে ছাড়া? কিন্তু সেই মেয়ে তখন নিজের সিদ্ধান্তে অটল। বিদেশে গিয়ে অভিনয় নিয়ে পড়াশোনা করবেনই। হল ও তাই। বিদেশে গিয়ে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেলেন তিনি। নিজের কাজ গুছিয়ে করতে শিখলেন।
এই মা-মেয়ে কোনও সাধারণ জনতা নয়, এঁরা তারকা। শ্রীদেবী (Sridevi) ও তাঁর কন্যা জাহ্নবী কপূর (Janhavi Kapoor)। কপিল শর্মা (Kapil Sharma)-র শো-তে এসে বনি কপূর ফাঁস করলেন জাহ্নবীর ছোটবেলার সেই কথা। জাহ্নবী নাকি প্রচন্ড আগোছালো। ঘরে সবসময় ছড়িয়ে রাখেন জামাকাপড় ও অন্যান্য জিনিস। এমনও বেখেয়ালে থাকেন তিনি যে টুথপেস্টের ঢাকনা আটকাতেও ভুলে যান!
আরও পড়ুন: Bengali Web Series: সৌম্য আর তনিকার জুটিকে নিয়ে প্রেমের গল্প বলবেন সমদর্শী
কপিল শর্মার শো-তে এসে বনি কপূর এই কথা ফাঁস করতেই রীতিমতো অপ্রস্তুত জাহ্নবী। বাবার কথার হালকা প্রতিবাদও করেন তিনি। তবে এমন অনেক মজার কথাই এই শো-তে এসে ফাঁস করেন বনি। কম যান না জাহ্নবীও। তিনিও ফাঁস করে দেন বনির বিভিন্ন বদভ্যাসের কথা।
সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবী কপূরের নতুন সিনেমা 'মিলি' (Mili)। দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে এই ছবিতে জাহ্নবীর অভিনয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)