Sridevi: বনি কপূরের ধূমপানের অভ্যাস ছাড়ানোর জন্য কী করেছিলেন শ্রীদেবী?
Janhvi Kapoor: সম্প্রতি ছবির প্রচারে এসে বাবা-মায়ের সম্পর্ক নিয়ে নানা স্মৃতিচারণা করলেন জাহ্নবী। জানালেন, বনি কপূরের ধূমপানের অভ্যাস ছাড়ানোর জন্য কী করেছিলেন শ্রীদেবী।
মুম্বই: শীঘ্রই বনি কপূর (Boney Kapoor) ও শ্রীদেবী (Sridevi) কন্যা জাহ্নবী কপূরকে (Janhvi Kapoor) দেখা যাবে 'মিলি' ছবিতে। আগামী ছবির প্রচার জোরকদমে চালাচ্ছেন অভিনেত্রী। বলিউডে কেরিয়ার বেশ কয়েক বছর আগে শুরু করলেও এই প্রথমবার বাবার সঙ্গে কাজ করতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি ছবির প্রচারে এসে বাবা-মায়ের সম্পর্ক নিয়ে নানা স্মৃতিচারণা করলেন জাহ্নবী। জানালেন, বনি কপূরের ধূমপানের অভ্যাস ছাড়ানোর জন্য কী করেছিলেন শ্রীদেবী।
শ্রীদেবী নিজে কোন জিনিসটা ছেড়েছিলেন বনি কপূরের ধূমপানের অভ্যাস ছাড়ানোর জন্য?
সম্প্রতি আগামী ছবি 'মিলি'র প্রচারে এসে বাবা-মায়ের সম্পর্কের গভীরতা নিয়ে নানা কথা বলেন জাহ্নবী কপূর। জানালেন, তিনি এবং তাঁর বোন খুশি ছোটবেলায় নানা সময়ই বনি কপূরের সিগারেট নষ্ট করে দিতেন। অভিনেত্রী জানাচ্ছেন, ২০০০ সাল নাগাদ বনি প্রচুর মাত্রায় ধূমপান করতেন। সারাদিনে প্রচুর সিগারেট খেতেন। আর তাঁর এই অভ্যাস নিয়ে চিন্তায় থাকতেন শ্রীদেবী। জাহ্নবী বলছেন, 'বাবা প্রচুর পরিমাণে ধূমপান করত। আমার মনে আছে, তখন 'নো এন্ট্রি', 'ওয়ান্টেড' তৈরি হচ্ছে। সেই সময় আমি আর খুশি একটা রাস্তা বের করেছিলাম বাবার ধূমপানের অভ্যাস ছাড়ানোর জন্য। আমরা বাবার সিগারেটের প্যাকেটগুলো থেকে সিগারেট কেটে কেটে নষ্ট করে দিতাম। অথবা সিগারেটের প্যাকেটের মধ্যে টুথপেস্ট ঢেলে দিতাম। প্রতিদিনই কোনও না কোনও নতুন কায়দায় বাবার সিগারেট নষ্ট করতাম। কিন্তু আমাদের কোনও পদ্ধতিই কাজে আসেনি। বাবার সিগারেট খাওয়ার এই অভ্যাস নিয়ে মা-ও খুব চিন্তায় থাকত। মা-ও সারাক্ষণ এই অভ্যাস ছাড়ানোর চেষ্টা করত।'
আরও পড়ুন - Diwali 2022: বিয়ের পর প্রথম দীপাবলি কেমন কাটালেন ভিকি-ক্যাটরিনা?
জাহ্নবী কপূর স্মৃতিচারণা করছেন যে, বনি কপূরের ধূমপানের অভ্যাস ছাড়ানোর জন্য নিজে আমিষ খাবার ত্যাগ করেছিলেন শ্রীদেবী। কোনও ডাক্তারের পরামর্শে নয়। শ্রীদেবী শুধু চাইতেন বনি যেন সিগারেট না খান। অভিনেত্রী আরও বলছেন, 'মা নিরামিশাষী হয়ে গিয়েছিল। মা বলেছিল, 'আমি আমিষ খাবার খাবো না। যতদিন না তুমি ধূমপান করা ত্যাগ করছ।' কিন্তু ডাক্তার মা-কে বলেছিলেন যে, এতে মা খুব দুর্বল হয়ে পড়বে। মায়ের আমিষ খাবার খাওয়া জরুরি। কিন্তু মা জেদ ধরেছিল। বাবা-ও মা-কে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল। অবশেষে ৪-৫ বছর আগে বাবা ধূমপান করার অভ্যাস ছাড়ে। বাবার মনে হয়েছিল, মা চাইছে, তাই ছাড়া দরকার।' প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রয়াত হন শ্রীদেবী।