Diwali 2022: বিয়ের পর প্রথম দীপাবলি কেমন কাটালেন ভিকি-ক্যাটরিনা?
Katrina Kaif: নিজেরা বাড়িতে কীভাবে দীপাবলি উদযাপন করলেন, সে ছবি শেয়ার করে নিয়েছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
মুম্বই: গত বছর শেষের দিকে বিয়ে সেরেছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। শোনা গিয়েছিল, গত বছর দীপাবলিতেই রোকা অনুষ্ঠান সেরেছিলেন তাঁরা। আর চলতি বছর তাঁদের বিয়ের পর প্রথম দীপাবলি (Diwali 2022)। তাই এই দীপাবলি ভিকি - ক্যাটরিনার কাছে একটু বেশিই স্পেশাল বৈকি। তাঁরা কাটালেনও সেভাবেই। প্রাক দীপাবলির নানা পার্টির আয়োজন করেছিলেন বলিউডের নানা তারকারা। সেখানে উপস্থিত থাকতে দেখা যায় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে। আর নিজেরা বাড়িতে কীভাবে দীপাবলি উদযাপন করলেন, সে ছবি শেয়ার করে নিয়েছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের দীপাবলি উদযাপন-
দীপাবলিতে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, আলোর উতসবে ভিকির হাতে হাত রেখে উদযাপন করছেন তিনি। ভিকির পরনে আইভরি রঙের শেরওয়ানি। অন্যদিকে ক্যাটরিনা সেজেছেন হলুদ রঙের শাড়িতে। সঙ্গে মানানসই গয়না। হিরের কানের দুল থেকে ব্যাঙ্গেলস, ক্যাটরিনার সাজে মুগ্ধ অনুরাগীরা। দুই তারকা একে অপরের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না। একে অপরের প্রতি মুগ্ধ চোখে তাকিয়ে রয়েছেন। ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের দীপাবলির শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন - Thank God: অগ্রিম বুকিংয়ে কত টাকার ব্যবসা করল 'থ্যাঙ্ক গড'?
প্রসঙ্গত, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর গত বছর ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। মুম্বই থেকে দূরে রাজস্থানে গিয়ে বিয়ে সারেন তাঁরা। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিবাহবাসর। কড়া নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাতকারে ক্যাটরিনা কাইফ জানান যে, 'মনমর্জিয়া' ছবির ট্রেলারে ভিকিকে দেখে মুগ্ধ হয়ে যান তিনি। তখন থেকেই তাঁর ভালো লাগতে শুরু করে অভিনেতাকে। আর বাকিটা তো ইতিহাস। দুই তারকা পর্দায় একে অপরের বিপরীতে অভিনয় করেননি কখনও। কিন্তু বাস্তবে তাঁরা বলিউডের অন্যতম চর্চিত জুটি।
ক্যাটরিনা কাইফকে শীঘ্রই দেখা যাবে 'ফোন ভূত', 'জি লে জারা', 'মেরি ক্রিসমাস', 'টাইগার থ্রি' ছবিতে। অন্যদিকে ভিকি কৌশলের হাতেও রয়েছে বেশ কয়েকটি ছবি। 'শ্যাম বাহাদুর', 'দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন', 'গোবিন্দা মেরা নাম' ও আরও বেশ কিছু ছবিতে দেখা যাবে তাঁকে।