Jasmin Bhasin Health Update: লেন্সে ক্ষতিগ্রস্ত কর্নিয়া, চলছে চিকিৎসা, কেমন আছেন অভিনেত্রী জসমিন ভাসিন?
Jasmin Bhasin: ১৭ জুলাই সমস্যা শুরু। একটি ইভেন্টের জন্য জসমিন লেন্সটি পরেন। যদিও, ধীরে ধীরে তাঁর চোখে ব্যথা হতে শুরু করে, যা বাড়াবাড়ি হয়ে এমন পর্যায়ে যায় যখন আর কিছুই দেখতে পাচ্ছিলেন না তিনি।
মুম্বই: চোখে লেন্স পরেই বিপত্তি। জনপ্রিয় টেলি অভিনেত্রী জসমিন ভাসিনের (Jasmin Bhasin) কর্নিয়ায় ক্ষত (corneal damage)। 'কিচ্ছু দেখতে পাচ্ছি না', বলেছিলেন অভিনেত্রী। এখন কেমন আছেন জসমিন? 'প্রচণ্ড যন্ত্রণা' কমেছে? ছবি পোস্ট করে প্রেমিকার স্বাস্থ্যের আপডেট দিলেন অভিনেতা আলি গনি (Aly Goni)। চিকিৎসা চলছে অভিনেত্রীর।
চোখের চিকিৎসা চলছে অভিনেত্রী জসমিন ভাসিনের, কী জানালেন আলি গনি?
সোমবার দুপুরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রেমিকার ছবি পোস্ট করে অনুরাগীদের উদ্বেগ খানিক নিরসন করেন অভিনেতা আলি গনি। অভিনেত্রী জসমিন ভাসিনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা সকলেই জানেন। মনের মানুষের এই কঠিন সময়ে ২৪ ঘণ্টা তাঁর পাশে রয়েছেন আলি।
এদিন যে ছবি পোস্ট করেন অভিনেতা সেখানে দেখা যাচ্ছে, জসমিনের চোখের পরীক্ষা হচ্ছে। চোখের পরীক্ষার মেশিনে মুখ রেখেছেন অভিনেত্রী। যদিও সঙ্গে কিছু লেখেননি। কিন্তু এই ছবি দেখে খানিক স্বস্তিতে তাঁর অনুরাগীরা। এই ছবি পোস্ট করার বেশ কয়েক ঘণ্টা পর আরও একটি ছবি পোস্ট করেন আলি। সেখানে বড় স্ক্রিনে কর্নিয়ার ছবি দেখা যাচ্ছে। ধরে নেওয়া যায় সেটি অভিনেত্রীরই চোখের ছবি। সঙ্গে অনুরাগীদের উদ্দেশে লেখেন সতর্কবার্তা। তিনি লেখেন, 'বন্ধুরা দয়া করে ব্যবহারের আগে নিজেদের লেন্স ভাল করে দেখে নিন, এবং যদি সম্ভব হয় এগুলো এড়ানোর চেষ্টা করুন। Lasik করিয়ে নিন... নিজের চোখের যত্ন নিন।'
কী হয়েছে অভিনেত্রীর?
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ১৭ জুলাই থেকে এই সমস্যা শুরু হয় তাঁর। একটি ইভেন্টের জন্য তিনি লেন্সটি পরেন। যদিও, ধীরে ধীরে তাঁর চোখে ব্যথা হতে শুরু করে, যা বাড়াবাড়ি হয়ে এমন পর্যায়ে যায় যখন আর কিছুই দেখতে পাচ্ছিলেন না তিনি।
জসমিন বলেন, '১৭ জুলাই আমি দিল্লিতে একটি ইভেন্টের জন্য, তৈরি হচ্ছিলাম। আমি জানি না লেন্সে যে কী গণ্ডগোল ছিল, কিন্তু পরার পর, চোখে ব্যথা হতে শুরু করে, এবং ধীরে ধীরে তা বেশ বাজে অবস্থায় পৌঁছয়। দৌড়ে ডাক্তারের কাছে যেতে চাইছিলাম কিন্তু যেহেতু আমি কাজে ছিলাম, ইভেন্টটা সেরে, তারপর ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। ইভেন্টে আমি সানগ্লাস পরেছিলাম, এবং খানিক পরে আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না, তখন আমার টিম সাহায্য করে আমাকে সবকিছু সামাল দিতে।'
আরও পড়ুন: Varun Dhawan: পাঁজরে গুরুতর চোট নিয়েই ম্রুণালের সঙ্গে নতুন ছবির প্রথম দফার শ্যুটিং সারলেন বরুণ
তিনি আরও বলেন, 'রাতের দিকে, আমরা চোখের ডাক্তারের কাছে যাই, তিনি বলেন যে আমার কর্নিয়ার ক্ষতি হয়েছে এবং চোখে ব্যান্ডেজ বেঁধে দেন। এরপরের দিন, আমি মুম্বই ফিরে এসে এখানে চিকিৎসা চালিয়ে যাই। খুব যন্ত্রণা হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন আগামী ৪-৫ দিনের মধ্যে সেরে উঠব, কিন্তু ততদিন চোখের ভাল করে যত্ন নিতে হবে। সেটা একেবারেই সহজ নয় কারণ আমি কিছু দেখতে পাচ্ছি না, যন্ত্রণায় ঘুমও হচ্ছে না। সৌভাগ্যবশত, কোনও কাজ পিছিয়ে দিতে হয়নি আমাকে। কয়েকদিনের মধ্যে সেরে উঠে কাজে ফিরতে পারব বলে আশা রাখছি।' জসমিনের দ্রুত আরোগ্য কামনায় সকলে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।