এক্সপ্লোর
Advertisement
ছবির একটা গানও লিখিনি! মোদির বায়োপিক-এর ট্রেলারে নিজের নাম দেখে হতবাক জাভেদ আখতার, ওনার পুরানো গান লাগিয়েছি, তাই! সাফাই প্রডিউসারের
মুম্বই: তিনি বিবেক ওবেরয় অভিনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকের জন্য কোনও গান না লেখা সত্ত্বেও ছবির ট্রেলারে তাঁর নাম রয়েছে দেখে হতভম্ব, বিস্মিত জাভেদ আখতার। ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবির পোস্টার বেরিয়েছে সম্প্রতি। বলিউডের সুপরিচিত গীতিকার, স্ক্রিপ্টলিখিয়ে জাভেদ ট্যুইটারে এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন। ছবির ট্রেলারে কৃতজ্ঞতাস্বরূপ প্রসূন জোশী, সমীর, অভেন্দ্র কুমার উপাধ্যায়, সারদারা, প্যারি জি, লভরাজ প্রমুখ গীতিকারতদের পাশে নিজের নাম দেখে তিনি চমকে উঠেছেন বলে জানিয়েছেন জাভেদ। ট্যুইট করে ৭৪ বছর বয়সি নামী ব্যক্তিত্ব লিখেছেন, এই ছবির পোস্টারে নিজের নাম দেখে আমি হতবাক। এর জন্য একটা গানও তো লিখিনি! ট্যুইটটি রিট্যুইট করেছেন তাঁর স্ত্রী শাবানা আজমি।
Am shocked to find my name on the poster of this film. Have not written any songs for it ! pic.twitter.com/tIeg2vMpVG
— Javed Akhtar (@Javedakhtarjadu) March 22, 2019
এদিকে জাভেদের ক্ষোভ প্রকাশের পর ছবির প্রডিউসার সন্দীপ সিংহের ব্যাখ্যা, তাঁরা ছবিতে তাঁর পুরানো একটি গান ব্যবহার করেছেন বলে কৃতজ্ঞতা বশতঃ জাভেদের নাম রাখা হয়েছে। তিনি বলেছেন, আমরা ‘১৯৪৭: আর্থ’ ছবির ‘ঈশ্বর আল্লাহ’ ও ‘দশ’ ছবির ‘শুনো গওর সে দুনিয়া ওয়ালো’ গানদুটি ছবিতে লাগিয়েছি। সেজন্যই দুই গীতিকার জাভেদ সাহেব ও সমীরজির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
গত বুধবার মোদির জীবনীভিত্তিক ছবির প্রথম ট্রেলার বেরিয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ওমুঙ্গ কুমার। মোদির ভূমিকায় আছেন বিবেক ওবেরয়। এছাড়া অভিনয় করেছেন বোমান ইরানি, মনোজ জোশী, জারিনা ওয়াহাব, প্রশান্ত নারায়ণন। ছবিটি সারা দেশে মুক্তি পাচ্ছে ৫ এপ্রিল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement