'The Big Bang Theory' Controversy: 'ওঁর মাথার ঠিক আছে?', 'দ্য বিগ ব্যাং থিওরি' বিতর্কে কটাক্ষ জয়া বচ্চনের
Jaya Bachchan: যত সমালোচনা 'দ্য বিগ ব্যাং থিওরি'র দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডকে ঘিরে। বলিউড সিনেমা প্রসঙ্গে আলোচনা হতে দেখা যায় দুই চরিত্র রাজ কুথরাপল্লী ও শেলডন কুপারের মধ্যে।
নয়াদিল্লি: নেটফ্লিক্সের (Netflix) অন্যতম জনপ্রিয় শো 'দ্য বিগ ব্যাং থিওরি' (The Big Bang Theory) এখন শিরোনামে। অনুষ্ঠানে দুই বলিউড অভিনেত্রী, ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) তুলনা টেনে করা মন্তব্যে সমালোচনার ঝড়। এবার সেই ব্যাপারে মুখ খুললেন অভিনেত্রী রাজনীতিক জয়া বচ্চন (Jaya Bachchan)। কী বললেন তিনি?
'দ্য বিগ ব্যাং থিওরি' প্রসঙ্গে জয়া বচ্চনের মন্তব্য
যত সমালোচনা 'দ্য বিগ ব্যাং থিওরি'র দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডকে ঘিরে। বলিউড সিনেমা প্রসঙ্গে আলোচনা হতে দেখা যায় দুই চরিত্র রাজ কুথরাপল্লী ও শেলডন কুপারের মধ্যে। সেখানে ঐশ্বর্য রাইয়ের তুলনায় মাধুরী দীক্ষিতকে 'কুৎসিত পতিতা' বলে দেগে দেওয়া হয়।
এক সাক্ষাৎকারে এই মন্তব্য প্রসঙ্গে একপ্রকার রেগেই যান জয়া বচ্চন। তিনি বলেন, 'এই ভদ্রলোকের (কুণাল নায়ার) মাথার ঠিক আছে? খুবই খারাপ ভাষা। তাঁকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো উচিত। ওঁর পরিবারকে জিজ্ঞেস করা উচিত যে মন্তব্য সম্পর্কে তাঁদের কী মতামত।'
প্রসঙ্গত, এই বিতর্কে মুখ খুলেছেন বলিউডের আরও একাধিক অভিনেত্রী। দিয়া মির্জা এই মন্তব্যকে 'অপমানজনক ও কুরুচিকর' বলেছেন। অন্যদিকে ঊর্মিলা মাতন্ডকর শুনে বলেন, 'কী? আমার গোটা পর্ব সম্পর্কে কোনও ধারণাই নেই তাই মন্তব্য করা উচিত নয়। কিন্তু যদি এটা সত্যি হয়, তাহলে এটা ক্ষমার অযোগ্য। ওঁদের প্রচণ্ড নিম্ন মানসিকতার প্রমাণ দেয়। ওঁদের কি সত্যিই মনে হয় এটা রসাত্মক?'
আরও পড়ুন: Taapsee Pannu: 'চটকদার' পোশাকে হিন্দু ভাবাবেগে আঘাত, তাপসী পান্নুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের
প্রসঙ্গত, এই বিষয়ে ইতিমধ্যেই নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিঠুন বিজয় কুমার। তিনি বিবৃতিতে লেখেন, 'নেটফ্লিক্সের মতো সংস্থাগুলিকে তাদের ক্রিয়াকলাপের জন্য দায়বদ্ধ রাখা এবং তারা যে সম্প্রদায়গুলিকে পরিবেশন করে তাদের সাংস্কৃতিক মূল্যবোধ এবং অনুভূতির প্রতি তারা সংবেদনশীল কি না তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে স্ট্রিমিং পরিষেবা প্রদানকারীরা তাদের প্ল্যাটফর্মে যে কনটেন্টগুলি অফার করে তা সাবধানে কিউরেট করার দায়িত্ব রয়েছে। তারা যে বিষয়বস্তু উপস্থাপন করে তাতে অবমাননাকর, আপত্তিকর বা মানহানিকর বিষয়বস্তু না থাকে তা নিশ্চিত করা তাদের কর্তব্য। নেটফ্লিক্সের 'বিগ ব্যাং থিওরি' নামক শোয় একটি অপমানজনক শব্দ ব্যবহার করার কারণে আমি গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। এই শব্দটি প্রশংসিত অভিনেত্রী মাধুরী দীক্ষিতের প্রসঙ্গে ব্যবহার করা হয়েছিল, এবং এটি শুধুমাত্র আপত্তিকর এবং গভীরভাবে আঘাতমূলক ছিল তাই নয় বরং তার মর্যাদার প্রতি সম্মানের অভাবও দেখায়।'
এই দৃশ্যের উল্লেখ করে, মিঠুন বিজয় কুমার নেটফ্লিক্সের বিরুদ্ধে অতিরিক্ত আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যদি তারা এর উত্তর না দেয় বা নোটিসে উল্লিখিত দাবিগুলি না মানে।