এক্সপ্লোর
মায়ের শেষকৃত্যের ঠিক পরের দিনই শ্যুটিংয়ে যোগ দিতে চেয়েছিলেন জাহ্নবী, কেন জানেন
মুম্বই: বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর খবর যখন চাউর হয়, তখন মুম্বইয়ে ‘ধড়ক’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন জাহ্নবী। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে এক পাঁচতারা হোটেলে বাথরুমের মধ্যে বাথটবের জলে পড়ে গিয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। মায়ের এই আকষ্মিক বিয়োগ কোনওদিনই মেনে নিতে পারেননি তাঁর কাছের মানুষজন। স্বাভাবিকভাবেই খবরটা শুনে সবচেয়ে বেশি ভেঙে পড়েন শ্রীদেবীর স্বামী বনি কপূর এবং দুই কন্যা জাহ্নবী, খুশি।
মা যে নেই, এটা বুঝতে, মেনে নিতে অনেকটা সময় লেগে গিয়েছিল জাহ্নবীর। নবাগতা অভিনেত্রীর কথায়, তিনি আজও বিশ্বাস করতে পারেন না যে তাঁদের মা নেই।
সেসময় যদিও খুব শক্ত হয়েই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন জাহ্নবী। কিন্তু মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিলেন। নিজেই এক সাক্ষাতকারে সেকথা জানান জাহ্নবী। জাহ্নবীর কথায়, তিনি চেয়েছিলেন যত দ্রুত সম্ভব শ্যুটিংয়ে ফিরতে। তা না হলে জাহ্নবীর মনে হয়েছিল, হয়তো তিনি নিজের মানসিক স্থিতাবস্থা হারিয়ে ফেলবেন। কাজ, ক্যামেরা, অ্যাকশন এটাই তাঁর জীবন। এগুলো যদি তাঁর জীবন থেকে চলে যায়, তাহলে বাঁচার আর কোনও মানেই থাকে না।
তাই সেসময় মাকে হারিয়েও খুব তাড়াতাড়িই কাজে ফিরে আসেন জাহ্নবী। দিন কয়েক আগেই পর্দায় মুক্তি পেয়েছে ‘ধড়ক’। এখনও পর্যন্ত বক্স অফিস থেকে ৪৮.০১ কোটি টাকা আয় করেছে এই ছবি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement