(Source: ECI/ABP News/ABP Majha)
Jisshu On Kishmish: মুক্তির বাকি ৫ দিন, 'কিশমিশ'-কে মিষ্টি শুভেচ্ছা যীশু সেনগুপ্তর
Jisshu On Kishmish: ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, 'প্রেমী থেকে প্রেমের কাহিনী যাঁর অভিনয়ে মুগ্ধ আমরা সবাই, তাঁর থেকে পাওয়া ভালোবাসায় 'কিশমিশ' হয়ে উঠুক আরো মিষ্টি।'
কলকাতা: হাতে গুনে আর মাত্র পাঁচ দিন বাকি। প্রেক্ষাগৃহে আসতে চলেছে দেব-রুক্মিণী (Dev-Rukmini) জুটির বহু প্রতীক্ষিত ছবি 'কিশমিশ' (Kishmish)। আর সেই ছবির প্রেমে ভাসা জুটিকে শুভেচ্ছা জানালেন অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta)।
যীশুর 'কিশমিশ' ভালবাসা
রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি টিজার ভিডিও পোস্ট করা হয় 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর (Dev Entertainment Ventures) পক্ষ থেকে। ভিডিওর শুরুতেই হাজির টলিউডের তারকা যীশু সেনগুপ্ত। সম্পূর্ণ কালো পোশাকে চোখ ফেরানো দায়। আর তার মুখেই এক ঝলক টিনটিন আর রোহিনীর গল্প।
'কিশমিশ'-এর মতো মিষ্টি প্রেমের গল্প বলার আশ্বাস দিয়েছেন ছবির নির্মাতারা। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, 'প্রেমী থেকে প্রেমের কাহিনী যাঁর অভিনয়ে মুগ্ধ আমরা সবাই, তাঁর থেকে পাওয়া ভালোবাসায় 'কিশমিশ' হয়ে উঠুক আরো মিষ্টি।'
View this post on Instagram
'কিশমিশ' ছবির প্রচার
গত বেশ কিছুদিন ধরে জমাটি প্রচার চলেছে রাহুল মুখোপাধ্য়ায় পরিচালিত এই ছবির। নজর কেড়েছে দিন কয়েক আগে রবিবার সকালে মেট্রো স্টেশনে প্রচার। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে যতীন দাস পার্ক পর্যন্ত দেব-রুক্মিণীর সঙ্গে ছবির অন্যান্য কলাকুশলীরা যাত্রা করেন। দেব এবং রুক্মিণী মৈত্রর পোশাকে ছিল রংমিলন্তি। দুজনকেই মাল্টি কালারের পোশাকে দেখা যায়।
আরও পড়ুন: New Bengali Movie: এবার ভূতের রাজা পরাণ বন্দ্যোপাধ্যায়, আসছে প্রীতম সরকারের 'সৎ ভূত অদ্ভুত'