এক্সপ্লোর
Advertisement
নিজের টাকায় করা ছবিতে সন্তানকে সুযোগ দেব না! স্বজনপোষণ বিতর্কে সোজাসাপ্টা যীশু
মণিকর্ণিকা ছবিতে যীশুর বিপরীতে কাজ করেছিলেন কঙ্গনা রানাউত। তিনিই ছিলেন ছবির চালিকা শক্তি। কিন্তু সেই কঙ্গনাই এখন ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ নিয়ে আঙুল তুলেছেন পরিচালক মহেশ ভট্টের দিকে।
কলকাতা: 'আপনি বলুন, আলিয়া ভট্ট খারাপ অভিনেত্রী? রণবীর কপূর? হৃতিক রোশনকে কেউ খারাপ অভিনেতা বলবে? টাইগার শ্রফের অ্যাকশন ফিল্ম দেখতে আমার দারুণ লাগে!'
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরই বলিউডে মাথাচাড়া দিয়ে উঠেছে স্বজনপোষণ বিতর্ক। তার আঁচ টলিউডে এসে পৌঁছতেও সময় লাগেনি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক।
কেউ কেউ সচেতন এড়িয়ে গেছেন বিতর্ক। কেউ আবার সরাসরি নিজের মত পোষণ করছেন। যেমন যীশু সেনগুপ্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে যীশু বলেন, কোথায় নেই স্বজনপোষণ? যীশুর মতে, ফিল্ম ইন্ডাস্ট্রি তো বরং অনেক বেশি গণতান্ত্রিক। এই ইন্ডাস্ট্রিতে আমরা প্রত্যেকে প্রত্যেকের ব্যাপারে জানি। কোনও কোম্পানিতে কেউ কাজ করতে গেলে তো এটুকুও জানা থাকে না, সেখানে সিইও কেমন হবে।
নেপোটিজম নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা চলছে, আমি বিশ্বাস করি না। যাঁদের প্রতিভা আছে, তারা কাজ পাবেই। দাবি যীশুর।
মণিকর্ণিকা ছবিতে যীশুর বিপরীতে কাজ করেছিলেন কঙ্গনা রানাউত। তিনিই ছিলেন ছবির চালিকা শক্তি। কিন্তু সেই কঙ্গনাই এখন ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ নিয়ে আঙুল তুলেছেন পরিচালক মহেশ ভট্টের দিকে। যীশুর মত কিন্তু এই প্রসঙ্গে সম্পূর্ণ উল্টো। তিনি বরং মনে করেন, ঋতুপর্ণ ঘোষ চলে যাওয়ার পর জীবনে পথপ্রদর্শকের জায়গাটা যেন ফাঁকা হয়ে গিয়েছিল। সেই জায়গাটা পূরণ করেছেন মহেশ ভট্ট। সবসময় যীশু পাশে পান মহেশ ভট্টকে। তাঁর আগামী ছবি 'সড়ক টু'তে অভিনয় করছেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে যীশু বলেন, 'আমার ছবিতে আমার ছেলেমেয়েদের সুযোগ দেব না? ওরা আমার রক্ত। কিন্তু সে যদি পরপর ব্যর্থ হয়, তাহলে বারবার নিশ্চয়ই তাকে ছবিতে নেব না! আমি ইনসাইডার-আউটসাইডার মানি না। প্রতিভা থাকলে সুযোগ হবেই। :"
আগামী ৩১ জুলাই আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাচ্ছে যীশু সেনগুপ্ত ও বিদ্যা বালান অভিনীত 'শকুন্তলা
দেবী'।
ওই ছবিতে যীশুর চরিত্রটি সমকামী।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement