এক্সপ্লোর
Advertisement
নিজেও পশুপ্রেমী, পশুপ্রাণীদের নিয়ে কাজ করা এনজিও-কে নিজের মারুতি জিপসি দান জন আব্রাহামের
যে মারুতি সুজুকি জিপসিটি তিনি এই স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করেছেন সেটি তাঁর জীবনের একেবারে প্রথম দিকে কেনা। ফলে স্বভাবতই তার সঙ্গে বহু স্মৃতি, আবেগ জড়িয়ে রয়েছে।
মু্ম্বই, ৯ সেপ্টেম্বর: পশুপ্রাণীদের নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে নিজের গাড়ি দিয়ে দিলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। অ্যানিম্যাল ম্যাটার টু মি বা এএমটিএম-কে সোশ্যাল মিডিয়ার তাদের পোস্টে একথা জানিয়েছে। আব্রাহমের ওই গাড়িটি মহারাষ্ট্রের কোলাডে অভয়ারণ্যের নানা কাজে ব্যবহৃত হবে। যেমন আহত প্রাণীদের উদ্ধার করা, চিকিৎসার প্রয়োজনে কোলাড থেকে মুম্বই যাতায়াতের মতো কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। অভিনেতাকে এজন্য ধন্যবাদ জানিয়ে অ্যানিম্যাল ম্যাটার টু মি-র তরফে জানানো হয়েছে, ’’পাঁচ বছর ধরে উনি আমাদের সংস্থার পাশে রয়েছেন। এজন্য আমরা খুবই কৃতজ্ঞ।আগামীদিনে আমাদের তরফে সেরাটা করার চেষ্টা করব।‘‘
এএমটিএম-কে চালান মুম্বইয়ের পরোপকারী এক ব্যাক্তি গণেশ নায়েক। মূলত পরিত্যক্ত প্রাণী, পাখি ও সরীসৃপদের তুলে নিয়ে এসে রাখে এরা বা আহত অবস্থায় কোনও প্রাণী পড়ে থাকার খবর পেলে তাদের সেবাযত্ন করে। কোভিড পরিস্থিতিতে বহু পশু পাখীকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছিল সংস্থাটি।
https://www.instagram.com/amtmindia/?utm_source=ig_embed
আব্রাহামও আবার পশুপ্রেমী বলে পরিচিত। গাড়িও তাঁর শখের বিষয়। যে মারুতি সুজুকি জিপসিটি তিনি এই স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করেছেন সেটি তাঁর জীবনের একেবারে প্রথম দিকে কেনা। ফলে স্বভাবতই তার সঙ্গে বহু স্মৃতি, আবেগ জড়িয়ে রয়েছে। পরবর্তীকালে একাধিক বিলাসবহুল গাড়ি কিনলেও এই গাড়িটির প্রতি বরাবরই টান ছিল জনের। ল্যাম্বারঘিনি গালার্ডো, অডি কিউ ৭, নিশান জিটি আর, পাশাপাশি তাঁর গ্যারেজে থাকত কেরিয়ারের অন্যতম সঙ্গী মারুতি সুজুকি জিপসিটি। কিন্তু এত বিলাসবহগুল গাড়ি থাকা সত্ত্বেও এই গা়ড়িটিও তিনি নিয়মিত ব্যবহার করতেন। তবে গাড়িটি এই স্বেচ্ছাসেবী সংস্থাকে দিতে পেরে খুশি অভিনেতা নিজেও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
শিক্ষা
Advertisement