Bollywood Update: বদলে গেল দিন, কবে মুক্তি পাবে জন আব্রাহামের 'সত্যমেব জয়তে টু'?
বদলে যাওয়া মুক্তির দিন ঘোষণা করে এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন জন আব্রাহাম।
![Bollywood Update: বদলে গেল দিন, কবে মুক্তি পাবে জন আব্রাহামের 'সত্যমেব জয়তে টু'? John Abraham’s Satyameva Jayate 2, Ayushmann Khurrana’s Anek announce release dates Bollywood Update: বদলে গেল দিন, কবে মুক্তি পাবে জন আব্রাহামের 'সত্যমেব জয়তে টু'?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/23/017180ff4179b8a44216a7c812258702_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: করোনা পরিস্থিতিতে মহারাষ্ট্রে সিনেমাহল বন্ধ থাকার ফলে বলিউডের একাধিক ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছিল। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণা করার পরই একে একে ছবির মুক্তির দিন ঘোষণা করতে থাকেন পরিচালক থেকে প্রযোজক এবং অভিনেতা, অভিনেত্রীরাও। আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বহু বলিউড ছবি মুক্তি পাবে। তেমনটাই তালিকায় রয়েছে। তেমনই সিনেমাহল খোলার ঘোষণার পরই বাকিদের মতো ছবি মুক্তির দিন ঘোষণা করেছিলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম (John Abraham)। জানিয়েছিলেন, ছবিটি আগামী ২৬ নভেম্বর মুক্তি পাবে। কিন্তু একইদিনে সলমন খানের 'অন্তিম' ছবিটি মুক্তি পাওয়ায় বদলে গেল 'সত্যমেব জয়তে টু' মুক্তির দিন।
আরও পড়ুন - Antim's New Poster: আগামী ছবি 'অন্তিম'-র পোস্টার শেয়ার করলেন সলমন খান, রয়েছে বড় চমক
বদলে যাওয়া মুক্তির দিন ঘোষণা করে এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন জন আব্রাহাম। জানা গিয়েছে, ছবিটি ২৬ নভেম্বরের পরিবর্তে মুক্তি পেতে চলেছে আগামী ২৫ নভেম্বর। পরিচালক মিলাপ জাভেরির ছবি 'সত্যমেব জয়তে টু' ছবিতে জন আব্রাহাম ছাড়াও অভিনয় করেছেন দিব্যা খোসলা কুমার এবং বলিউডের আরও তাবড় অভিনেতারা। ছবিতে একটি আইটেম নম্বরে দেখা যাবে নোরা ফতেহিকে। ছবির প্রযোজক নিখিল আডবাণী এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, ''আগামী ২৫ নভেম্বর আপনাদের নিকটবর্তী সিনেমাহলে আসতে চলেছে সত্যমেব জয়তে টু। অ্যাকশন এবং বিনোদনের দ্বিগুন ডোজ নিয়ে আসছে এই ছবি। ছবির ট্রেলার মুক্তি পাবে আগামী ২৫ অক্টোবর।''
আরও পড়ুন - Mumbai Cruise Drug Case: চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ অনন্যা পাণ্ডেকে, ফের তলব সোমবার, খবর এএনআই সূত্রে
২০১৮-তে মুক্তি পাওয়া 'সত্যমেব জয়তে' ছবির সাফল্যের পর এর সিক্যুয়েল নিয়ে আসতে চলেছেন পরিচালক মিলাপ জাভেরি। ছবিটি বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছিল। এবার দ্বিতীয় পার্ট কতটা সাফল্য পায় তা দেখার জন্য ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, পোস্টার মুক্তির সঙ্গে সঙ্গেই যেভাবে অনুরাগীরা কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন, তাতে দর্শকরাও যে এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত, তা বোঝাই যাচ্ছে।
অন্যদিকে জানা যাচ্ছে অভিনেতা আয়ুষ্মান খুরানার আগামী ছবি 'অনীক' মুক্তি পাবে আগামী বছর ৩১ মার্চে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)