বর্বর অত্যাচারের শিকার হচ্ছে পশুরা! প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জনের
বন্যপ্রানীদের ওপর বর্বরতা রুখতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম।
মুম্বই: বন্যপ্রানীদের ওপর বর্বরতা রুখতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগে বন্যপ্রাণীদের ওপর বর্বরতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও যথোপযুক্ত বিল পাস করার আর্জি জানালেন অভিনেতা।
ট্যুইটারে সম্প্রতি একটি সিরিজ পোস্ট করেন জন আব্রাহাম। সেখানে ধরা রয়েছে প্রাণীদের ওপর নির্যাতনের বিভিন্ন মনখারাপ করা ছবি। পোস্টগুলি শেয়ার করে অভিনেতা লিখছেন, ' পশুদের ওপর বর্বরভাবে অত্যাচার করা সম্প্রতি ভীষণভাবে বেড়ে গিয়েছে।' এরপর সেই ট্যুইটে জন ট্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পারশোত্তম রুপালাকে। এরপর তিনি লেখেন, সংসদের বর্ষাকালীন অধিবেশনে দয়া করে ভারতীয় দণ্ডবিধিতে এই বর্বরতা রুখতে কোনও আইন বা বিল পাস করার উদ্যোগ নিন। কোনও পশুকে অত্যাচার বা নিষ্ঠুরভাবে হত্যা করা হলে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া উচিত ও দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত।
জন আরও লিখেছেন, 'পশুরা এতদিন ধরে অনেক কষ্ট পেয়েছে কারণ সরকারি নিয়মবিধি এই বিষয়ে খুব আলগা।' জন লিখছেন, '১৯৬০ সালে ভারতীয় দণ্ডবিধি পাস হয়েছিল কিন্তু তারপরেও এই আইনের পরিবর্তন হয়নি।' ট্যুইটের সঙ্গে তিনি জুড়ে দেন #NoMore50 ও। এই ট্যুইটটিতেও তিনি ট্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পারশোত্তম রুপালাকে।
আগামীতে 'সত্যমেব জয়তে ২' ছবিতে দেখা যাবে জন আব্রাহামকে। এই ট্যুইটে জন এরপর টাইগার শ্রফ, দিশা পাটনি, অনুষ্কা শর্মা, শ্রদ্ধা কপূরদের ট্যাগ করেছেন। আবেদন করেছেন তাঁর বার্তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে হামেশাই সরব হন জন আব্রাহাম। আগামীতে 'সত্যমেব জয়তে ২' ছবিতে দেখা যাবে জন আব্রাহামকে। এছাড়াও অভিনেতাকে দেখা যাবে 'অ্যাটাক' ও 'এক ভিলেন ২' ছবিতে। করোনা পরিস্থিতির জন্য পিছিয়ে গিয়েছে 'সত্যমেব জয়তে ২' ছবিটির মুক্তি। ২০২১-এর ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল জন আব্রাহাম 'সত্যমেব জয়তে ২' ছবিটির।