War 2: ধুন্ধুমার অ্য়াকশন হৃতিক ও এনটিআর জুনিয়রের! কোন ছবি?
War 2: প্রকাশ্য়ে এল 'ওয়ার টু' নিয়ে নতুন তথ্য়।
কলকাতা: 'ওয়ার টু' (War 2) শ্য়ুটিং শুরু হতে চলেছে খুব শীঘ্রই। আর এই ছবি নিয়ে এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। শোনা যাচ্ছে, এই ছবিতে হৃত্বিক রোশনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। আপতত এই খবরেই সরগরম বলিউড।
সম্প্রতি জানা গেছে, 'ওয়ার' ছবির পার্ট টু পরিচালনা করার দায়িত্ব সামলাচ্ছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় (Ayan Mukherjee)। আর ছবিটির প্রযোজনা করছে যশরাজ ফিল্মস (Yash Raj Films)। প্রযোজনা সংস্থার কর্ণধার পরিচালনার বিষয়ে যোগাযোগ করেছিলেন অয়নের সঙ্গে। এই খবরের ইঙ্গিত পাওয়া গিয়েছিল অয়নের ইনস্টা-পোস্টেও। এরপর এই খবর প্রকাশ করেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক তরন আদর্শও।
আরও পড়ুন...
Kisi Ka Bhai Kisi Ki Jaan: কবে মুক্তি পাচ্ছে 'কিসি কা ভাই কিসি কি জান'-এর ট্রেলার?
ঘনিষ্ঠ সূত্রে খবর,YRF Spy Universe এর প্রতিটি ছবির জন্য কৌশলগতভাবে বেছে নিচ্ছেন ক্যাপ্টেনকে। অয়ন ইতিমধ্যেই বড় হিট দিয়েছেন, যা সব ধরনের দর্শককে টেনেছে। তিনি জানেন কী করে একটি ছবিকে দর্শকের মনপসন্দ করে তোলা যায়, যা War 2 ছবি পরিচালনা করার জন্য প্রয়োজন।
সূত্রের দাবি, আদিত্য মনে করছেন, অয়ন একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা যিনি স্পাই ইউনিভার্সের ছবিতে একটি ভিন্ন স্বাদ আনতে পারবেন। এই ছবির পরিচালনার জন্য অয়নকেই যোগ্য বলে মনে করছেন আদিত্য চোপড়া (Aditya Chopra) ।
বলিউড মনে করছে, হালফিলে এটা একটা বিরাট বড় ঘোষণা। ওয়ার-২ দেখার জন্য মুখিয়ে আছেন অনেকেই। আর তা যদি রূপ পায় অয়নের হাতে তাহলে তো কথাই নেই। অনেকের মতে, অয়ন পরিচালিত 'ওয়ার ২' আগামী দিনে দর্শকের মন কেড়ে নেবে। এই খবর নিয়ে যখন বলিউডে কানাঘুঁসো চলছে, তখনই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অয়ন মুখোপাধ্যায়। তিনি ইঙ্গিত দেন, বড় একটি ছবি পরিচালনা করতে চলেছেন তিনি।
প্রসঙ্গত, আরও একটি কারণে হৃত্বিক এখন টক অফ দ্য় টাউন। বলিউডে এখন সরগরম হৃত্বিক ও সাবার প্রেমকাহিনিতে। ছুটি কাটানো থেকে শুরু করে বিভিন্ন রেড কার্পেট, এই জুটিকে একসঙ্গে দেখতে ভালবাসেন অনুরাগীরা। এই দুই তারকাও রাখঢাক করতে ভালবাসেন না তাঁদের সম্পর্ক নিয়ে। আর তাই, বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে হৃতিক আর সাবা পৌঁছে যান হাতে হাত রেখেই।