Jurassic World Dominion: 'জুরাসিক পার্ক' -এর ত্রয়ীর নস্ট্যালজিয়া ফেরাল 'জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন'-এর ট্রেলার
মুক্তি পেল 'জুরাসিক ওয়ার্ল্ড' সিরিজের নতুন ছবি 'জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন' (Jurassic World Dominion)-এর ট্রেলার। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে হলিউডের নতুন এই ছবির ট্রেলার।
মুম্বই: মুক্তি পেল 'জুরাসিক ওয়ার্ল্ড' সিরিজের নতুন ছবি 'জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন' (Jurassic World Dominion)-এর ট্রেলার। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে হলিউডের নতুন এই ছবির ট্রেলার। ইতিমধ্যেই মধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে প্রায় ৩ মিনিটের এই ট্রেলার। তবে শুধু তাই নয়, এই ছবি ফেরাচ্ছে 'জুরাসিক পার্ক'-এর শ্যাম নেল (Sam Neill), জেফ গোল্ডব্লুম (Jeff Goldblum), ও লরা ডেন (Laura Dern)।
জুরাসিক পার্ক। নামটা শুনলেই একটা অদ্ভুত অনুভূতি হয় সিনে প্রেমীদের। গায়ে কাঁটা দেওয়া অনুভূতি। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে জুরাসিক পার্ক সিরিজের নতুন ছবি 'জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন'-এর ট্রেলার। এই ছবিতে ডঃ অ্যালেন গ্রান্ট -এর চরিত্রে দেখা যাবে শ্যাম নেলকে (Sam Neill)। এলি স্যাটলর এর ভূমিকায় থাকবেন লরা ডেন (Laura Dern)।
প্রায় ৩ মিনিটের ট্রেলার জুড়ে ফুটে উঠেছে ভয়াবহ সব ডাইনোসরেদের ছবি ফুটে উঠেছে। সাধারণ নগর জীবনে ডাইনোসরের হানায় তছনছ হওয়ার ছবি তুলে ধরা হয়েছে ট্রেলার জুড়ে। 'জুরাসিক পার্ক'- নস্ট্যালজিয়া উস্কে এই ছবিতে ফিরে এসেছেন শ্যাম নেল (Sam Neill), জেফ গোল্ডব্লুম (Jeff Goldblum), ও লরা ডেন (Laura Dern)। প্রথম মুক্তি পাওয়া 'জুরাসিক পার্ক'-এ দেখা গিয়েছিল এই অভিনেতা অভিনেত্রীদের। এখন তাদের বয়স বেড়েছে। তবে তারপরেও স্ক্রিনে ঝলমল করছেন তাঁরা।
চলতি বছরের ১০ জুন মুক্তি পাবে এই ছবিটি। ছবিটির অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘জুরাসিক ওয়ার্ল্ড: দ্য ফলেন কিঙ্গডম’। এই ছবিটি ২০১৫ সালে মুক্তি পাওয়া জুরাসিক ওয়ার্ল্ড ছবির সিক্যুয়েল হিসেবে তৈরি করেছিলেন একজিকিউটিভ প্রযোজক স্টিভন স্পিলবার্গ। এই ছবিতে ক্রিস প্র্যাট এবং ব্রিস ডালাসকে দেখা গিয়েছিল ওয়েন ও ক্লেয়ারের চরিত্রেই।
'জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন'-এর ট্রেলারে রয়েছে গায়ে কাঁটা দেওয়ার মত সব দৃশ্য। ভয় ধরায় আকাশে ডাইনোসরের আক্রমণ বা বাইকের পিছনে ডাইনোসরের তাড়া করার দৃশ্য। জলের নিচে লুকিয়ে থাকা আর ঠিক তার ওপরেই ডাইনোসরের চিৎকার শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দেয়। সমস্ত অ্যাডভেঞ্চার দেখতে অপেক্ষা ১০ জুন-এর।