Kabhi Khushi Kabhi Gham: 'কভি খুশি কভি গম'-এ কাজল নয়, শাহরুখের বিপরীতে অন্য নায়িকাকে ভেবেছিলেন কর্ণ!
Shah Rukh Khan: কাজলের সঙ্গে গল্প করতে তাঁর স্টুডিওতে হাজির হয়েছিলেন কর্ণ। ততক্ষণে কার্যত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ঐশ্বর্য্যকেই 'অঞ্জলি'-র চরিত্র অফার করবেন তিনি
কলকাতা: তাঁদের জুটি ম্যাজিক দেখিয়েছিল রূপোলি পর্দায়। 'কভি খুশি কভি গম' (Kabhi Khushi Kabhi Gam)-এখনও যেন দর্শকদের কাছে চির নতুন। কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত এই ছবি বক্সঅফিসে ছাপও ফেলেছিল। তবে পুরনো এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে, অজানা তথ্য তুলে ধরলেন পরিচালক। শাহরুখ খানের সঙ্গে (Shah Rukh Khan)-এর সঙ্গে কাজলের (Kajol)-এর যে জুটির রসায়নে মজেছিলেন দর্শক, কর্ণের পরিকল্পনায় নাকি ছিল অন্য জুটি!
একটি সাক্ষাৎকারে পুরনো কথা বলতে গিয়ে কর্ণ জানান, যখন তিনি 'কভি খুশি কভি গম' ছবির কাস্টিং করছেন, তখন কাজলের সদ্য বিয়ে হয়েছে অজয় দেবগণের সঙ্গে (Ajay Debgan)। কর্ণ মনে করেছিলেন, তখনই নিশ্চয়ই নতুন কোনও ছবি হাতে নিতে চাইবেন না কাজল, মন দিতে চাইবেন সংসারে। আর তাই, শাহরুখের সঙ্গে জুটি হিসেবে ঐশ্বর্য্য় রাই বচ্চন (Aishwariya Rai Bacchan)-এর নাম ভেবেছিলেন কর্ণ।
তবে এরপরে অবাক কাণ্ড। কাজলের সঙ্গে গল্প করতে তাঁর স্টুডিওতে হাজির হয়েছিলেন কর্ণ। ততক্ষণে কার্যত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ঐশ্বর্য্যকেই 'অঞ্জলি'-র চরিত্র অফার করবেন তিনি। তবুও কথায় কথায় এই ছবিটি কাজলকেই প্রথমে অফার করে বসেন কর্ণ। পরিচালককে অবাক করে রাজিও হয়ে যান তিনি। এরপরে অবশ্য আর ঐশ্বর্য্য়কে ছবি অফার করতে যাওয়াই হয়নি কর্ণের। শাহরুখ-কাজল জুটিতে ভর করেই দর্শকদের মন জয় করে নেন কর্ণ।
অন্যদিকে মুক্তি পেয়েছে, কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত নতুন ছবি 'রকি অউর রানি কী প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)-র পোস্টার। ছবির পোস্টারে দুই পরিবারের ছবি দেখা যাচ্ছে। এই দুই পরিবারকে নিয়েই আবর্তিত হয়েছে ছবির গল্প। রণধাওয়া পরিবার এবং চট্টোপাধ্যায় পরিবার। রণধাওয়া পরিবারের ছেলে হিসেবে দেখা যাচ্ছে রণবীরকে। তাঁর পরিবারে রয়েছেন ধর্মেন্দ্র ও জয়া বচ্চন। অন্য়দিকে, বাঙালি চট্টোপাধ্যায় পরিবার আলিয়ার। এই প্রথম সম্ভবত কোনও বাঙালি মেয়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। তাঁর দুই পাশে দেখা গেল টোটা ও চূর্ণীকে। টোটার পরণে অফ হোয়াইট পাঞ্জাবি পাজামা, চূর্ণী পরেছেন হলুদ শাড়ি। তবে এখনও পর্যন্ত নিজেদের চরিত্র নিয়ে কথা বলতে চান না দুই বাঙালি অভিনেতা অভিনেত্রীর কেউই। পোস্টার দেখে আঁচ করা যায়, সম্ভবত আলিয়ার অভিভাবকের চরিত্রে অভিনয় করছেন তাঁরা।
আরও পড়ুন: Use of Rose petals: ত্বক ভাল রাখতে গোলাপের গুরুত্ব অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?
আরও পড়ুন: Hair care: চুলের যত্নে তেলের গুরুত্ব অপরিসীম, কীভাবে বাড়িতে বানাবেন এই তেল?