কলকাতা: তিনি সবসময়েই নিজের মতাদর্শ নিয়ে বাঁচেন। অন্যের মতাদর্শ তিনি কোনোদিনও বিশ্বাস করেন না। বর্তমানে একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা প্রত্যাঘাত করেছে ভারত। 'অপারেশন সিঁদুর'-এ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ৯টি পাক জঙ্গি ঘাঁটি। বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তান হামলাও চেষ্টা করে ভারতের ওপর। কিন্তু সেই হামলা রুখে দেয় ভারত। কিন্তু বর্তমানে গোটা দেশ ফুটছে উত্তেজনায়। পরিস্থিতি যে কোনদিকে যেতে পারে, সেই প্রমাদ গুনছে সবাই। গোটা ভারত চাইছে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে। কিন্তু এই ভারত পাকিস্তান উত্তেজনার আবহে বাংলার সঙ্গীতশিল্পী কবীর সুমনের (Kabir Suman)-এর গলায় অন্য সুর! কী লিখলেন বর্ষীয়ান গায়ক?
কবীর সুমন লিখছেন, 'আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা। সেই গান আজ সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মনে পড়বে। এই দেশ যখন ভাগ হয়েছিল, তখন কেউ আমার অনুমতি নিয়েছিল? কোনও দেশের মানুষের সম্মতি নিয়েছিল? আমি তো ১৯৪৯ সালে জন্মেছি, তখন তো আমার কোনো পছন্দ ছিল না! দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। যেখানে মানবপ্রেম নেই, প্রাণীদের জন্য ভালোবাসা নেই, সেই দেশপ্রেম দিয়ে কী হবে? একটা যুদ্ধ হচ্ছে, গুলি চালানো হচ্ছে, বোমা ফেলা হচ্ছে— অথচ কতগুলো গাছ পুড়ে যাচ্ছে, প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি, পোকামাকড়। কেউ এসব নিয়ে কথা বলে না। পানি বিষাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু দেশের নেতাদের এসব নিয়ে মাথাব্যথা নেই।'
সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের এই পোস্ট রীতিমতো ভাইরাল। অনেকেই মনে করছেন, কবীর সুমন একেবারে সঠিক কথা বলেছেন। এই সমস্ত আঘাত, প্রত্যাঘাত, মিসাইল ফেলায় প্রকৃতির ভীষণ ক্ষতি হয়। সেই কথা কেউ ভাবছেন না। সবাই ব্যস্ত প্রতিবেশী দেশকে সবক শেখানোর জন্য। অনেকে আবার মনে করছেন, এই ধরণের কথা, সেনাদের মনোবল ভেঙে দেয়। সেই কারণে এই ধরণের পোস্ট দেশের এই পরিস্থিতিতে করা উচিত নয়। এই সময়ে সেনাবাহিনীর পাশে থাকার বার্তা দেওয়া উচিত, তাঁদের নিয়ে গর্ব করা উচিত।
অন্যদিকে, সদ্য পাওয়া খবর অনুযায়ী, ভারতের ১৫টি শহরকে টার্গেট করেছিল পাকিস্তান। ভারতের ১৫টি শহরের সেনা ছাউনিকে টার্গেট পাকিস্তানের! পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করল ভারত। পাক হামলার কথা জানাল ভারত সরকার। কাল রাতে ভারতের ১৫টি শহরে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, জলন্ধরকে টার্গেট করেছিল পাকিস্তান। চণ্ডীগড়, লুধিয়ানা, অবন্তীপোরা, জম্মুকেও টার্গেট করেছিল পাকিস্তান। ভাটিন্ডা, কাপুরথালা, আদমপুর, ভুজকেও টার্গেট করেছিল পাকিস্তান।