Ajay Devgn: একই দৃশ্য আলাদা-আলাদা ছবিতে, কাজলের প্রশংসায় পঞ্চমুখ অজয় দেবগন
দেখা যাচ্ছে প্রায় একই ডায়লগ একই দৃশ্য আলাদা আলাদা ছবিতে অভিনয় করেছেন অজয় ও কাজল। আর সেই ভিডিও পোস্ট করেই কাজলের প্রশংসায় পঞ্চমুখ অজয়। জানিয়ে দিলেন অভিনেত্রী তাঁকে টেক্কা দিয়েছেন।
মুম্বই: বলিউডের অন্যতম দক্ষ অভিনেতা দম্পতি অজয় দেবগন (Ajay Devgn) ও কাজল (Kajol)। দুজনেই নানা সময়ে নানা ছবিতে নানা চরিত্রে অভিনয় করেছেন। কমেডি থেকে সিরিয়াস, বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন তাঁরা। সম্প্রতি অজয় দেবগন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে প্রায় একই ডায়লগ একই দৃশ্য আলাদা আলাদা ছবিতে অভিনয় করেছেন অজয় ও কাজল। আর সেই ভিডিও পোস্ট করেই কাজলের প্রশংসায় পঞ্চমুখ অজয়। জানিয়ে দিলেন অভিনেত্রী তাঁকে টেক্কা দিয়েছেন।
একই দৃশ্যে অভিনয় করে অজয়কে টেক্কা দিচ্ছেন কাজল-
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড তারকা অজয় দেবগন। প্রায় একই ডায়লগ বলতে দেখা যাচ্ছে তাঁকে এবং কাজলকে। পরিস্থিতিও প্রায় একই। তবে, ছবি দুটি আলাদা আলাদা। ভিডিওর একটি দৃশ্যে দেখা যাচ্ছে, কাজল ফোন কথা বলছেন। আর তাঁর হাতে সিগারেটের প্যাকেট রয়েছে। এক নার্স এসে তাঁকে জানান যে, ওই জায়গা ধূমপানের জন্য নিষিদ্ধ। কাজল তাঁকে উত্তরে বলেন, 'জ্বালিয়েছি কি?' ওই ভিডিওরই অন্য একটি অংশে দেখা যাচ্ছে, বাথরুমে অজয় দেবগনের ঠোঁটে সিগারেট রয়েছে। সেখানেই এক ব্যক্তি তাঁকে বলেন যে, ওই জায়গায় ধূমপান না করতে। অজয় তাঁকে উত্তরে বলেন, 'জ্বালাইনি তো!'
কাজলের অভিনীত দৃশ্যটি তাঁর অভিনীত 'ত্রিভঙ্গ' ছবির। এবং অজয় দেবগনের অভিনীত দৃশ্যটি তাঁর প্রথম পরিচালিত ছবি 'রানওয়ে থার্টিফোর'-এর। ভিডিওটি পোস্ট করে অভিনেতা প্রশংসায় পঞ্চমুখ তাঁর অভিনেত্রী স্ত্রীর। তিনি লিখেছেন, 'আরে কাজল আমায় টেক্কা দিয়েছে।' পাল্টা উত্তর দিয়েছেন কাজলও।
অন্যদিকে, অজয় দেবগনকে শীঘ্রই দেখা যাবে 'থ্যাঙ্ক গড' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্র এবং রকুলপ্রীত সিংহকে। ইতিমধ্যেই এই ছবির টিজার, ট্রেলার ও একটি গান মুক্তি পেয়েছে। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ছবির পরিচালক ইন্দ্র কুমার, অভিনেতা অজয় দেবগণ ও সিদ্ধার্থ মলহোত্রর বিরুদ্ধে আইনজীবী হিমাংশু শ্রীবাস্তবের দ্বারা জৌনপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হবে ১৮ নভেম্বর। সূত্রের খবর অনুযায়ী, অভিযোগকারীর দাবি ছবির ট্রেলার ধর্মকে ব্যঙ্গ করে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। আইনজীবীর কথায়, অজয় দেবগণ, স্যুট পরে চিত্রগুপ্ত সেজেছেন এবং একটা দৃশ্যে তিনি মশকরা করছেন ও খারাপ ভাষা ব্যবহার করছেন। পিটিশনে বলা হয়েছে, 'চিত্রগুপ্তকে কর্মের দেবতা হিসাবে গণ্য করা হয় এবং একজন মানুষের ভাল ও খারাপ কাজের রেকর্ড রাখেন। ঈশ্বরের এই ধরনের চিত্রণ একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে কারণ এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।'