Kajol at Daksineswar: শান্তিনিকেতন থেকে ফিরে, মা তনুজা ও ছেলেকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন কাজল
Kajol at Kolkata: শান্তিনিকেতনের শ্যুটিং সামলেই শনিবার দুপুরে দক্ষিণেশ্বরে এসেছিলেন অভিনেত্রী। হুইল চেয়ারে ছিলেন মা তনুজা। সর্বদাই মা বা দিদার হাত ধরে ছিলেন ছেলে যুগ
কলকাতা: তিনি কলকাতায় এসেছিলেন ছবির শ্যুটিংয়ের কাজে। তবে এখানে থাকেননি.. বিমানবন্দর থেকেই পাড়ি দিয়েছিলেন বীরভূমে। শান্তিনিকেতনে। কিন্তু তার ফাঁকেই, মা তনুজা ও ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে ঘুরে গেলেন তিনি। কাজল (Kajol)। শনিবার, ছুটির দিন তাঁকে দেখতে ভিড় জমল মন্দির চত্বরে। গরম উপেক্ষা করেও মন্দিরে এদিন পরিবারকে নিয়ে পুজো দেন অভিনেত্রী।
বলিউড অভিনেতা রণিত রায়ের (Ronit Roy) সঙ্গে মার্চ মাসের শেষেই কলকাতায় এসেছেন কাজল। বিমানবন্দরে বাঙালি অভিনেত্রী ক্যামেরাবন্দি হলেও, কলকাতায় থাকেননি তিনি। শ্যুটিংও করেননি। শোনা যাচ্ছে, বলিউড ছবি 'মা'-র শ্যুটিংয়ে কলকাতায় এসেছিলেন তিনি। শান্তিনিকেতনের শ্যুটিং সামলেই শনিবার দুপুরে দক্ষিণেশ্বরে এসেছিলেন অভিনেত্রী। হুইল চেয়ারে ছিলেন মা তনুজা। সর্বদাই মা বা দিদার হাত ধরে ছিলেন ছেলে যুগ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়া যুগের প্রশংসায় পঞ্চমুখ। এদিন ৩ জনেই ছবি তোলেন। তবে গোটা সময়টাই ঘিরে ছিলেন নিরাপত্তার বেষ্টনীতে।
এদিন কাজল পরেছিলেন একটি টকটকে লাল ফুল হাতা সালোয়ার কামিজ। চুল বাঁধা ছিল , চোখে বড় সানগ্লাস। সাদা সালোয়ার কামিজ পরেছিলেন তনুজা, সঙ্গে রঙিন ওড়না। তাঁরও চোখে ছিল সানগ্লাস। সাদা টিশার্ট পরেছিলেন যুগ, সঙ্গে ছাই রঙের প্যান্ট। মুখে হাসি মাখিয়ে তিনি পোজ় দেন মা ও দিদার সঙ্গে। কলকাতায় আসেননি স্বামী অজয় দেবগণ (Ajay Devgan)। স্বামীর জন্মদিনেও থাকতে পারেননি তিনি। কলকাতা থেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন স্বামীকে।
এর আগে, শান্তিনিকেতনে কঙ্কালীতলার মন্দিরে পুজো দিয়েছিলেন এই ছবিতে কাজলের সহ-অভিনেতা রণিত রায়। সেখানে গিয়ে তিনি সাধারণের সঙ্গে মিশেই পুজো দিতে চেয়েছিলেন। দাঁড়িয়েছিলেন পুজোর লাইনেই। হঠাৎ তাঁকে এসে একজন ডেকে নিয়ে যান সোজা মন্দিরে। অভিনেতা মনে করেছিলেন, তাঁকে মা দুর্গা আর ভোলে বাবা তাঁকে স্বয়ং ডেকেছেন, তাই এই ব্যবস্থা। বাকি সমস্ত ভক্তরা মন্দিরের বাইরে অপেক্ষা করছিলেন অথচ তাঁর জন্য বিশেষ ব্যবস্থা হয়ে গেল? সেটাই অভাবনীয় লেগেছিল অভিনেতার কাছে। সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন রণিত রায়।
আরও পড়ুন: Fardeen Khan: ১৪ বছর পর 'কামব্যাক' ফরদিন খানের, ভনশালীর 'হীরামান্ডি' ছবিতে অভিনেতার লুক প্রকাশ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।