এক্সপ্লোর
Advertisement
প্রেমিক গাই হার্সবার্গের সন্তানের মা হতে চলেছেন কাল্কি কোয়েচলিন
এখন ৫ মাসের অন্তস্বত্ত্বা কাল্কি। আগামী ডিসেম্বরেই সন্তানের জন্ম দেওয়ার কথা তাঁর। সূত্রের খবর, গোয়ায় ওয়াটার বার্থিং পদ্ধতিতে সন্তানকে পৃথিবীতে আনার কথা ভেবেছেন তিনি।
মুম্বই: প্রথমবার মা হতে চলেছেন অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। সন্তানের বাবা তাঁর প্রেমিক পিয়ানো শিল্পী গাই হার্সবার্গ। সেই নিয়ে আপাতত খুবই আনন্দে তিনি। সময় কাটাচ্ছেন অন্যভাবে। সে কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
এখন ৫ মাসের অন্তস্বত্ত্বা কাল্কি। আগামী ডিসেম্বরেই সন্তানের জন্ম দেওয়ার কথা তাঁর। সূত্রের খবর, গোয়ায় ওয়াটার বার্থিং পদ্ধতিতে সন্তানকে পৃথিবীতে আনার কথা ভেবেছেন তিনি।
মন ভাল রাখতে গান শুনছেন। শরীর সুস্থ রাখতে রোজ হাঁটছেন, যোগা করছেন। গর্ভস্থ সন্তানের কথা ভেবে মোবাইল ফোন ব্যবহারেও রাশ টেনেছেন ইদানীং।
মা হতে চলার অনুভূতিটা কেমন? কাল্কির উত্তর, "এখন থেকেই জীবনটা অন্যরকম লাগছে। এখন আমি অনেক সচেতম, থিতু, ধৈর্যশীল। এখনও আমি কাজ করতে চাই কিন্তু ইঁদুরদৌড়ে থাকতে চাই না।"
জানা গেছে, কাল্কি নিজেও নাকি ওয়াটার বার্থিং পদ্ধতিতে জন্মেছেন। তাই নিজের সন্তানকেও একইভাবে পৃথিবীতে আনতে চান তিনি। নিজের সন্তানের নামও নাকি ভেবে ফেলেছেন তিনি। ছেলে হোক বা মেয়ে, দুই ক্ষেত্রেই নামটি দেওয়া যেতে পারে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement