Kamal Hassan: রাজ্যসভার সাংসদ হতে চলেছেন অভিনেতা কমল হাসান, সমর্থন করবে ডিএমকে
Kamal Haasan News: এই প্রথম রাজনীতিতে পার রাখছেন না কমল হাসান। এর আগেই সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন তিনি।

কলকাতা: রাজ্যসভার সাংসদ হতে চলেছেন অভিনেতা কমল হাসান (Kamal Hassan)। সব কিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসে রাজ্যসভার সাংসদ হতে পারেন তিনি। ডিএমকের সমর্থনে তামিলনাডু থেকেই রাজ্যসভার প্রার্থী হতে পারেন কমল হাসান। তাঁর সঙ্গে গত বুধবার দেখা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মন্ত্রী পিকে শেখর বাবু। আর তার পর থেকেই শুরু হয়েছে এই জল্পনা।
প্রসঙ্গত, এই প্রথম রাজনীতিতে পার রাখছেন না কমল হাসান। এর আগেই সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন তিনি। এর আগে ‘মক্কাল নিধি মইয়াম’ (এমএনএম) নামে নিজের একটি দল গড়েছিলেন কমল হাসান। যদিও তাঁর এই দল ১৪০টি আসনে প্রার্থী দিলেও একটাতেও জয়লাভ করতে পারেনি। তবে, গত লোকসভা নির্বাচনে কমল হাসান সমর্থন করেন ডিএমকে-কে। সেখানে লোকসভা নির্বাচনে ৩৯টি আসনের একটিতেও প্রার্থী দেয়নি কমল হাসানের দল। সূত্রের খবর, তখনই রাজ্যসভার সাংসদ করে পাঠানো হবে কমল হাসানকে বলে স্ট্যালিনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল।
বুধবার অর্থাৎ গতকাল রাতেই কমল হাসানের চেন্নাইয়ের বাড়িতে গিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ঘনিষ্ঠ মন্ত্রী পিকে শেখর বাবু । সেখানের তাঁর সঙ্গে বৈঠক করার পরে সংবাদমাধ্যমকে শেখর জানান, তাঁদের দলের নেতা স্ট্যালিন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করা হবে বলে কমল হাসানকে জানানো হয়েছে। জানা যাচ্ছে, জুন মাসে তামিলনাড়ুর ছ’টি রাজ্যসভার আসন খালি হবে। জুলাইতে ওই আসনগুলিতে নির্বাচন। ডিএমকে সূত্রে খবর, তারই একটিতে কমল হাসানকে প্রার্থী করা হবে। এমএনএমের কোনও বিধায়ক না থাকলেও ডিএমকের সমর্থন পেলে রাজ্যসভায় কমলের জয় কার্যত নিশ্চিত।
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி @ikamalhaasan சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்.@maiamofficial pic.twitter.com/YdLqu4KZs4
— Udhay (@Udhaystalin) February 13, 2025
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. @PKSekarbabu அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினார்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) February 12, 2025
தலைவரின் அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, கட்சியின் பொதுச்செயலாளர் திரு. @Arunachalam_Adv அவர்கள்… pic.twitter.com/ni4Ne3hqFb
আরও পড়ুন: Tollywood Film: বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত, সাধারণ মানুষেরা কবে দেখতে পাচ্ছেন এই বাংলা ছবি?






















