Feluda: পরিচালক হিসেবে নেই সৃজিত, টোটার ফের ফেলুদা হওয়ার স্বপ্ন কি থেকে যাবে অধরাই?
Tota Roychowdhury: বড়পর্দায় ফেলুদার স্বস্ত্ব এখনও রয়েছে রায়বাড়ির হাতেই। সন্দীপ রায় ফেলুদা তৈরি করছেন ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে

কলকাতা: সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) আর ওয়েব সিরিজের পর্দায় 'ফেলুদা' করবেন না, সেই খবর জানা গিয়েছিল আগেই। সেই কারণেই অনেকে মনে করেছিলেন, এখানেই থামতে চলেছে ওয়েব সিরিজে ফেলুদার সফর। সেই সঙ্গে যাত্রা থামতে চলেছে টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) -র ও। সৃজিত তাঁকেই বেছে নিয়েছিলেন ফেলুদা হিসেবে। কিন্তু সৃজিতের ফেলুদা করা বন্ধ করে দেওয়া মানেই অনেকে মনে করেছিলেন আর ফেলুদা হিসেবে দেখা যাবে না টোটাকে। তবে শোনা যাচ্ছে, ফেলুদাকে নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করছে প্রযোজনা সংস্থা SVF। হইচই-এর হাত ধরে কি ফের পর্দায় ফেরছে ফেলুদা?
বড়পর্দায় ফেলুদার স্বস্ত্ব এখনও রয়েছে রায়বাড়ির হাতেই। সন্দীপ রায় ফেলুদা তৈরি করছেন ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে। শোনা যাচ্ছে, সন্দীপ রায়ের পরবর্তী প্রজন্ম ওয়েব সিরিজের পর্দায় ফেলুদা আনতে পারেন। তবে সে সমস্ত অনেক দূরের ভাবনা। তবে আপাতত মানুষ যাতে নতুন নতুন ফেলুদার গল্প শোনার থেকে বঞ্চিত না হন, সেই কথা মাথায় রেখেই বিশেষ এই ব্যবস্থা করেছে (Hoichoi)। শোনা যাচ্ছে, সৃজিত নয়, এই বার ফেলুদা পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
'ভূস্বর্গ ভয়ঙ্কর' মুক্তির আগেই সৃজিত ঘোষণা করেছিলেন, তিনি ওয়েব সিরিজের জন্য আর ফেলুদা তৈরি করবেন না। তাঁর যুক্তি ছিল, তিনি ফেলুদার জন্য বড় বাজেটের কাজ করে প্রযোজককে বিপাকে ফেলতে চান না। তবে এবার নাকি সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কমলেশ্বর। 'রয়াল বেঙ্গল রহস্য' নিয়ে তৈরি হচ্ছে নতুন সিরিজ। তবে এখনও শুরু হয়নি সিরিজের শ্যুটিং। শোনা যাচ্ছে, এই সিরিজের মুখ্যচরিত্রে দেখা যাবে টোটাকেই। অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে জটায়ুর চরিত্রে। ফলে সৃজিত ফেলুদার হাত ছাড়লেও এখনই থামছে না টোটার ফেলুদা সফর।
এছাড়াও এবারে এসভিএফের অন্যতম চমক হতে চলেছে 'কাকাবাবু'। 'কাকাবাবু' ফ্রাঞ্চাইজিতে বড় বদল। প্রায় ৩ বছর পরে পর্দায় ফিরছে কাকাবাবু। মুখ্যভূমিকায় সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থাকলেও, বদলে গিয়েছে অনেক কিছুই। সবচেয়ে বড় কথা, বদলে গিয়েছে পরিচালক ও। এর আগে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ও প্রসেনজিতের হাত ধরে পর্দায় এসেছে কাকাবাবু। তবে ইতিমধ্যেই সৃজিত হাত ছেড়েছেন কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির। বদলে এবার কাকাবাবু-র পরিচালক হচ্ছেন চন্দ্রাশিস রায়। এর আগে প্রসেনজিৎকে নিয়ে পরিচালক তাঁর প্রথম ছবি ‘নিরন্তর’ তৈরি করেছিলেন। ফলে প্রসেজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পরিচালকের। তবে এবারে তাঁর চ্যালেঞ্জ কাকাবাবু-র গল্প নিয়ে কাজ। এই বছরের গল্পের জন্য ‘বিজয়নগরের হিরে’ গল্পটি বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Bollywood News: মৃত্যুর দৃশ্যে প্রবল হাসি! সেট ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়েছিল এই অভিনেত্রীকে






















