এক্সপ্লোর
কঙ্গনা কেন আমেরিকায়!

মুম্বই: হঠাৎ মার্কিন মুলুকে পাড়ি কঙ্গনার। কিন্তু কেন? শোনা যাচ্ছে, তাঁর আসন্ন ছবি 'সিমরান'-এর শ্যুটিংয়ের জন্যই আমেরিকা উড়ে গিয়েছেন তিনি। হনসল মেহতা পরিচালিত এই ছবিতে এক গুজরাতি এনআরআই-এর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। তাঁর চরিত্রের নাম 'প্রফুল পটেল'। 'প্রফুল' এমন একটি মেয়ে, যাঁর দুচোখে অনেক স্বপ্ন। কিন্তু সে-ই জড়িয়ে পড়ে আন্তর্জাতিক অপরাধচক্রের সঙ্গে। এই নিয়েই ছবির কাহিনী। চরিত্রটি ভালো করে বুঝতেই পরিচালক এবং 'সিমরান'-এর টিমের সঙ্গে আমেরিকায় ওয়ার্কশপ এবং রেকি করতে গিয়েছেন তিনি। ১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা কঙ্গনার। আর তারপরই শুরু হবে 'সিমরান'-এর শ্যুটিং।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















