এক্সপ্লোর
Advertisement
বক্স অফিসে ‘রেঙ্গুন’-এর অসফলতার জন্যে নিশানা করা হয়েছে আমাকে: কঙ্গনা
মুম্বই: ২০১৭ সালটা মোটেই অভিনেত্রী কঙ্গনা রানাউতের জন্যে তেমন ভাল নয়। বক্স অফিসে তেমন ভাল ব্যবসা করতে পারেনি কঙ্গনা-সেফ-শাহিদ অভিনীত ‘রেঙ্গুন’। ব্যক্তিগত জীবনেও গতবছর থেকেই নানা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। কার্যত কাজের দুনিয়া এবং ব্যক্তি জীবনের এই অস্থির পরিস্থিতি কিছুটা হলেও মানসিকভাবে ভেঙে দিয়েছে কঙ্গনাকে। এরমধ্যেই আর এক সাক্ষাত্কারে ‘রেঙ্গুন’ ছবি প্রসঙ্গে এক চাঞ্চল্যকর দাবি করলেন বলিউডের একসময়ের ‘কুইন’।
কঙ্গনার দাবি, সেসময় অকারণেই তাঁকে নানা কারণে নিশানা করা হয়েছে। কার্যত কর্ণ জোহরের শোয়ে তাঁর 'স্বজনপোষণ' মন্তব্যকে ইচ্ছাকৃত ভাবেই বেশি প্রচার করা হয়েছে। আবার সেখানেই ‘রেঙ্গুন’-এর সেটে তাঁর সঙ্গে শাহিদের ঝগড়াকেও প্রকাশ্যে এনে তাঁর বিরুদ্ধে তুরুপের তাস খেলেছে বহু লোক, অভিযোগ নায়িকার। এখানেই থামেননি কঙ্গনা। প্রসঙ্গত, ‘রেঙ্গুন’ ফ্লপ করার জন্যে নাকি অভিনেত্রীকে অনেকে সরাসরিও দায়ি করেছেন।
আপাতত কঙ্গনা তাঁর পরবর্তী ছবি ‘সিমরান’ নিয়ে ব্যস্ত এবং আশাবাদীও। মে মাসের মাঝামাঝি এই ছবির পোস্টার মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া জুনে ‘মণিকর্ণিকা’র শ্যুটিং শুরু করবেন কঙ্গনা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement