Kangana Ranaut: আমার প্রাণসংশয় রয়েছে, নিরাপত্তা চাওয়া কি অপরাধ? স্পষ্ট কঙ্গনা
Kangana Ranaut News: সদ্য ট্যুইটারে, কঙ্গনার ওয়াইপ্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী।
কলকাতা: এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) -এর ওয়াইপ্লাস ক্যাটেগরির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্যসভার সদস্য সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। প্রায় প্রতিদিনই বিভিন্ন বিষয়ে শিরোনামে থাকেন কঙ্গনা। তা সে বলিউডের বিভিন্ন অন্তর্নিহিত বিষয়ে প্রশ্ন তোলাই হোক বা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে মুখ খোলা.. কঙ্গনা সবকিছুতেই প্রতিবাদ করেন অথবা বলা ভাল, নিজের মতামত প্রকাশ করেন। আর এবার সুব্রহ্মণ্যম স্বামী-র তোলা প্রশ্নেরও জবাব দিয়েছেন অভিনেত্রী।
সদ্য ট্যুইটারে, কঙ্গনার ওয়াইপ্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। কঙ্গনা একজন বলিউড তারকা হওয়া সত্ত্বেও কীভাবে অন্যান্য তারকাদের থেকে উচ্চমানের নিরাপত্তা পাচ্ছেন, তা নিয়ে ট্যুইটারে প্রশ্ন তোলেন তিনি। সুব্রহ্মণ্যম স্বামী লেখেন, 'বলিউড তারকারা তো স্পেশাল প্রোটেকশন গ্রুপের নিরাপত্তা পায়। তবে, তাঁরা কোথায় যাচ্ছেন বা কী করছেন তা দেখা এই নিরাপত্তা রক্ষীদের কাজ নয়। কেউ কেউ তবে কেন বিশেষ সুবিধা পাচ্ছেন?'
সুব্রহ্মণ্যম স্বামী যদিও নাম না করে এই প্রশ্ন তুলেছিলেন, তারপরেও ট্যুইটারে জবাব দিয়েছেন কঙ্গনা। তিনি ট্যুইটারে নিজের নিরাপত্তার সাফাই দিয়ে লেখেন, 'আমি কেবলমাত্র একজন বলিউড তারকা নই, আমি এই দেশের সচেতন এবং নিজের মতামত খোলাখুলিভাবে বলি এমন নাগরিকও। আমার ওপর নজর রাখে মহারাষ্ট্র সরকার। আমি টুকরে গ্যাং এবং খলিস্তানি দলের বিরুদ্ধেও একাধিকবার সরব হয়েছি। একজন অভিনেতা ছাড়াও আমি এক পরিচালক, লেখক, প্রযোজকও। আমার আগামী ছবি 'ইমার্জেন্সি' 'অপরেশন ব্লুস্টার'-এর ঘটনাকে নিয়ে। আমার মনে হয়েছে আমার জীবনের ঝুঁকি রয়েছে আর সেই কারণেই ওয়াইপ্লাস ক্যাটেগরির নিরাপত্তা চেয়েছিলাম আমি। এর মধ্যে কি কোনও ভুল রয়েছে স্যর?'
প্রসঙ্গত, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে বলিউডের একাধিক তারকার বিরুদ্ধে সরব হয়েছিলেন কঙ্গনা। শুধু তাই নয়, বিভিন্ন রাজনৈতিক বিষয়ে হিংসা ছড়ানোর অভিযোগে তাঁকে ট্য়ুইটার থেকেও নিষিদ্ধ করা হয়েছিল।
I am not just a Bollywood star sir, I am also a very vocal and concerned citizen, I was the target of political malice in Maharashtra, at my expense nationalists could make a government here.
— Kangana Ranaut (@KanganaTeam) July 30, 2023
I also spoke about tukde gang and strongly condemned Khalistani groups.
I am also a… https://t.co/CXbcQPNysb
আরও পড়ুন: Tota Roy Choudhury: 'সফল ছবি'র 'কার্টোগ্রাফার'দের সঙ্গে সেলফি পোস্ট টোটার, দর্শকদের ধন্যবাদ অভিনেতার