এক্সপ্লোর
Advertisement
‘অনুরাগ একাজ করতেই পারে, অনেক বড় নায়ক আমায় যৌন হেনস্থা করেছে’ , পায়েলের পাশে দাঁড়িয়ে লিখলেন কঙ্গনা
সম্প্রতি বলিউড তারকা পায়েল ঘোষ অনুরাগ কশ্যপের উপর ধর্ষণের চেষ্টা ও যৌন হেনস্থার অভিযোগ আনেন। তারপর সেই খবরেই তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। যদিও এই দাবিকে মিথ্যা বলে অস্বীকার করেছেন পরিচালক। তাঁর সমর্থনে ট্যুইটও করেছিলেন অন্য নায়িকা তাপসী পান্নু। তবে এবার পায়েল ঘোষের পাশে দাঁড়িয়ে অনুরাগ কশ্যপের গ্রেফতারির দাবি তুললেন কঙ্গনা।
মুম্বই: ফের বিতর্কে অনুরাগ কশ্যপ। সুশান্ত মামলায় সরাসরি রিয়ার পক্ষ নিয়ে প্রয়াত অভিনেতার ভক্তদের কটাক্ষের মুখে পড়েছেন গ্যাংস অফ ওয়াসিপুর পরিচালক। ২দিন আগেই টুইটারে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বাকযুদ্ধে জড়ান অনুরাগ।
সম্প্রতি বলিউড তারকা পায়েল ঘোষ অনুরাগ কশ্যপের উপর ধর্ষণের চেষ্টা ও যৌন হেনস্থার অভিযোগ আনেন। তারপর সেই খবরেই তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। যদিও এই দাবিকে মিথ্যা বলে অস্বীকার করেছেন পরিচালক। তাঁর সমর্থনে ট্যুইটও করেছিলেন অন্য নায়িকা তাপসী পান্নু। অনুরাগের দাবি, 'সরকারের বিরোধিতা করেছে বলে তাঁকে ফাঁসানো হচ্ছে।'
তবে এবার পায়েল ঘোষের পাশে দাঁড়িয়ে অনুরাগ কশ্যপের গ্রেফতারির দাবি তুললেন কঙ্গনা।
ট্যুইটারে কঙ্গনা পায়েলের টুইট, রিটুইট করে লেখেন- ‘প্রত্যেকটা কন্ঠ শোনা দরকার’। এরপর একের পর এক টুইটে অনুরাগ কশ্যপ তথা বলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কঙ্গনা। লেখেন- ‘আমি যতদূর জানি অনুরাগ কশ্যপ নিজের মুখেই স্বীকার করেছে সে নিজের সঙ্গীর প্রতি কোনওদিনই একনিষ্ঠ থাকেননি, একাধিক মহিলার সঙ্গে বিবাহিত থাকা অবস্থাতেও। অনুরাগ পায়েল ঘোষের সঙ্গে যা করেছে, সেটা বলিউডের প্রচলিত প্রথা। স্ট্রাগলার মেয়েদের ওখানে সেক্স ওয়ার্কার হিসাবে ধরা হয়’।
পরের একটি টুইটে কঙ্গনা লেখেন, ‘অনুরাগ এমনটা করে থাকতেই পারে, যেটা নিজের সঙ্গে ঘটেছে বলে দাবি করেছে পায়েল ঘোষ। এর আগে নিজের প্রত্যেক সঙ্গীকে প্রতারিত করেছে, একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে অনুরাগ। ফ্যান্থম (অনুরাগের প্রাক্তন প্রযোজক সংস্থা) পুরো অসত্ চরিত্রের লোকজনে ভরপুর। আমি আগেও ওই সব নির্যাতিতাদের সমর্থন করেছি, আজও করব। স্বাধীনচেতা আমার বিরুদ্ধে এর জন্য মোর্চা খুলতেই পারে’।
এখানেই থেমে থাকেননি কঙ্গনা। বলিউডের অনেক হিরো'র হাতে তাঁকেও যৌন হেনস্থার শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেন কঙ্গনা। নিজের সঙ্গে হওয়া একাধিক যৌন হেনস্থার ঘটনার কথাও লিখেছেন তিনি।
অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে অনুরাগ কশ্যপ পায়েল ঘোষকে নিজের বাড়িতে ডেকে যৌন হেনস্থা করেন। ইতিমধ্যেই নায়িকার কাছে লিখিত অভিযোগ চেয়েছে জাতীয় মহিলা কমিশন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement