Kangana Ranaut : 'ভগৎ সিংহের মৃত্যুদণ্ডে গাঁধীজি রাজি ছিলেন', এবার কঙ্গনার টার্গেট গাঁধীজি ! দেখুন কী পোস্ট করলেন তিনি
Kangana Ranaut On Gandhiji : পুরনো সংবাদপত্রের প্রতিবেদন পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, আপনি হয় গাঁধীর সমর্থক অথবা নেতাজির। আপনি দু’ পক্ষকেই সমর্থন করতে পারেন না। সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই।
নয়াদিল্লি : গাঁধীজি কখনই ভগৎ সিংহ এবং নেতাজিকে সমর্থন করেননি। ইনস্টাগ্রামে এবার মহাত্মা গাঁধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য কঙ্গনা রানাউতের। পুরনো সংবাদপত্রের প্রতিবেদন পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, আপনি হয় গাঁধীর সমর্থক অথবা নেতাজির। আপনি দু’ পক্ষকেই সমর্থন করতে পারেন না। সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই।
কঙ্গনা লিখেছেন, ' যারা স্বাধীনতার যুদ্ধে লড়াই করেছেন তাদের ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর পিছনে ছিল ক্ষমতার লোভ আর ধূর্ত মানসিকতা। এঁরাই আমাদের শিখিয়েছিলেন, একগালে চড় মারলে আরেকটি গাল বাড়িতে দিতে এবং এইভাবেই ভারত স্বাধীনতা পাবে।
কঙ্গনা লেখেন, ' কিন্তু এইভাবে কেউ স্বাধীনতা পায় না। ভিক্ষা পায়। নিজের হিরো নির্বাচিত করার আগে দু’ বার ভাবুন। এর পাশাপাশি, ভগৎ সিংহের ফাঁসি নিয়েও মুখ খুলেছেন কঙ্গনা। অভিনেত্রী লিখেছেন, ভগৎ সিংহের মৃত্যুদণ্ডে গাঁধীজি রাজি ছিলেন, এমন অনেক প্রমাণ রয়েছে। তাই আপনি কাকে সমর্থন করছেন, তা আপনাকেই বেছে নিতে হবে। '
কঙ্গনা রানাউতকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে খবরের শীর্ষে থাকেন। বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে নেপোটিজম বিতর্কে বারবার বিঁধে গিয়েছেন ছবি নির্মাতা কর্ণ জোহরকে। পদ্মশ্রী পাওয়ার পর ফের নাম না করে তাঁর বিরুদ্ধে আঙুল তোলা ব্যক্তিদের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা।
পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার পর কঙ্গনা রানাউত বলেন, 'টাকাপয়সার থেকে বেশি শত্রু আমি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছি। যখন আমি দেশ সম্পর্কে আরও বেশি সচেতন হয়েছি। যখন কিছু মানুষ দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে, তখনই আমি তাদের বিরুদ্ধে মুখ খুলেছি। আমার বিরুদ্ধে তার জন্য অনেক অভিযোগ উঠেছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার এসব করে কী লাভ হয়। আজ আমি সেই সমস্ত ব্যক্তিকে মনে হয় জবাব দিতে পেরেছি। যাঁরা আমার বিরুদ্ধে এতদিন নানা কিছু বলে এসেছেন, আজকে আমার এই পদ্মশ্রী সম্মানই তাঁদের মুখ বন্ধ করতে সাহায্য করবে। জয় হিন্দ।'
আরও পড়ুন:
প্রেম নিয়ে খুল্লামখুল্লা শ্রুতি হাসান, সম্পর্ক নিয়ে বললেন অনেক কথা