এক্সপ্লোর
Advertisement
এফআইআরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, কঙ্গনা, তাঁর বোনকে সামনের সপ্তাহে তলব করল মুম্বই পুলিশ
সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, ২৬ ও ২৭ অক্টোবর ডেকে পাঠানো হয়েছে তাঁদের।
মুম্বই: বান্রািশ থানায় দায়ের হওয়া এফআইআরের ব্যাপারে আগামী সপ্তাহে কঙ্গনা রানাউত, তাঁর বোন রঙ্গোলি চান্ডেলকে তলব করল মুম্বই পুলিশ। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, ২৬ ও ২৭ অক্টোবর ডেকে পাঠানো হয়েছে তাঁদের। এফআইআরে যেসব অভিযোগের উল্লেখ রয়েছে, সেগুলির মধ্যে রাষ্ট্রদ্রোহিতাও (ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ ধারা) রয়েছে। গত শুক্রবার মুম্বইয়ের এক স্থানীয় থানার নির্দেশে বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায়ের মধ্যে বিরোধ, বিদ্বেষ, শত্রুতা ছড়ানো ও আরও নানা অভিযোগে এফআইআর দায়ের করা হয়।
মুনাওয়ার আলি সঈদ নামে বলিউডের এর কাস্টিং ডিরেক্টর ও ফিটনেস ট্রেনারের দায়ের করা অভিযোগ খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দিয়েছিল বান্দ্রার মেট্রপলিটান ম্যাজিস্ট্রেটের আদালত। সঈদের অভিযোগে কঙ্গনা, তাঁর বোনের নানা ট্যুইট ও বিবৃতির উল্লেখ করা হয়। সঈদের আইনজীবীর বক্তব্য, নিজের ট্যুইট, টিভি সাক্ষাত্কারে বলিউডকে ‘দলবাজি’, ‘স্বজনপোষণের আখড়া’ তকমা দিয়ে শেষ দুমাস ধরে তার অবমাননা করে যাচ্ছিলেন কঙ্গনা। তাঁর বোনেরও সোস্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করে দুটি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতলব ছিল।
মেট্রপলিটান ম্যাজিস্ট্রেট জয়দেও ওয়াই ঘুলে গত শুক্রবারের আদেশে বলেন, প্রাথমিক ভাবে অভিযুক্তরা ‘ধর্তব্যযোগ্য অপরাধ’ করেছেন বলে স্পষ্ট। তিনি পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করে কঙ্গনা ও তাঁর বোনের বিরুদ্ধে তদন্ত করতে বলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বাংলা
ব্যবসা-বাণিজ্যের
Advertisement