এক্সপ্লোর
Advertisement
ফের সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার নিশানায় জয়া বচ্চন, ভাইরাল হল ট্যুইট
সমাজবাদী পার্টির সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন। জয়া বলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় বলিউডকে অহেতুক আক্রমণ করা হচ্ছে। তিনি এও বলেছিলেন যে, কেউ কেউ আছে যাঁরা যে থালায় খান সেই থালাতেই ছিদ্র করেন। অর্থাৎ, বলিউড থেকে রোজগার করেও বলিউডকেই আক্রমণ করেন।
নয়াদিল্লি: ফের বিতর্কে কঙ্গনা রানাউত। এবার ফের তিনি ঘুরিয়ে আক্রমণ করলেন জয়া বচ্চনকে।
সমাজবাদী পার্টির সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন। জয়া বলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় বলিউডকে অহেতুক আক্রমণ করা হচ্ছে। তিনি এও বলেছিলেন যে, কেউ কেউ আছে যাঁরা যে থালায় খান সেই থালাতেই ছিদ্র করেন। অর্থাৎ, বলিউড থেকে রোজগার করেও বলিউডকেই আক্রমণ করেন।
কঙ্গনা ট্যুইটারে নতুন সিনেমার জন্য তাঁর প্রস্তুতির ভিডিও শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আমার আগামী অ্যাকশন মুভি তেজস ও ধকড়ের জন্য ট্রেনিং করছি। এই দুই সিনেমায় আমি যথাক্রমে ফৌজি ও গুপ্তচর।’ তারপরই তাঁর খোঁচা, ‘বলিউডের থালি হয়তো আমাকে অনেক কিছু দিয়েছে। তবে মণিকর্নিকার সাফল্যের পর বলিউডও তার প্রথম অ্যাকশন হিরোইনকে পেয়েছে।’
নাম না করলেও কঙ্গনা যে জয়া বচ্চনকে নিশানা করেছেন, তা নিয়ে নিশ্চিত ওয়াকিবহাল মহল। এর আগেও তিনি বচ্চন পরিবারের সমালোচনা করেছেন। বলিউডের অনেক মহারথীকেই একহাতে নিয়েছিলেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement