এক্সপ্লোর
রণবীর সিংহ, রণবীর কপূর ও ভিকি কৌশলদের মতো তারকাদের ড্রাগ টেস্ট হওয়া উচিত: বিস্ফোরক কঙ্গনা
এবার বলি তারকাদের ড্রাগ টেস্ট করানো নিয়ে বিস্ফোরক কঙ্গনা রানওয়াত। রণবীর সিংহ, রণবীর কপূর ও ভিকি কৌশলদের মতো তারকাদের মাদক পরীক্ষা করানোর জন্য সরকারের কাছে আবেদন জানালেন তিনি।

বলিউডে নিজের যোগত্যায় জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর অভিনয় ক্ষমতা প্রশ্নাতীত।
মুম্বই: সুশান্ত মৃত্যু তদন্তে সামনে আসা একের পর এক নতুন তথ্য প্রশ্ন তুলছে বলিউডের তারকাদের জীবনযাপন নিয়েই। রিয়ার হোয়াটঅ্যাপ চ্যাট থেকে উঠে এসেছে বলিউডে মাদক যোগের সম্ভবনাও। এই নিয়ে মুখ খুলেছেন একাধিক সেলেবও। তবে এবার বলি তারকাদের ড্রাগ টেস্ট করানো নিয়ে বিস্ফোরক কঙ্গনা রানওয়াত। রণবীর সিংহ, রণবীর কপূর ও ভিকি কৌশলদের মতো তারকাদের মাদক পরীক্ষা করানোর জন্য সরকারের কাছে আবেদন জানালেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের 'মণিকর্ণিকা' দাবি করেন, কেবল সিনেমা নয়, বিজ্ঞাপনের কোনও ব্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগেও অভিনেতাদের মাদক পরীক্ষা হওয়া উচিত। কিছু অভিনেতা নিজের মুখেই স্বীকার করেন তাঁরা ড্রাগ নেন। তিনি আরও বলেন, মাদক চক্রকে রোধ করার জন্য সরকারের আরও তৎপর হওয়া উচিত। কড়া নিয়ম হওয়া উচিত যে ব্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় টেস্ট পজিটিভ এলে বাতিল হয়ে যাবে সেই চুক্তি। সাক্ষাৎকারে প্রথম সারির তিন নায়কের নাম বলেন কঙ্গনা। তিনি বলেন, রণবীর সিংহ, রণবীর কপূর ও ভিকি কৌশলদের মতো তারকাদের মাদক পরীক্ষা করানোর উচিত। কোনও পার্টিতে বেশি ড্রাগ নেবার ফলে এক নায়ককে হাসপাতালে নিয়ে যেতে হয় বলেও অভিযোগ করেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















